কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে তুমুল বাগযুদ্ধ চলে সোমবার দিনভর।
শেষ আপডেট: 4th March 2025 11:02
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার 'মোটাত্ব' নিয়ে বিতর্কের ঘূর্ণিবল চলছে রাজনৈতিক ময়দানে। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে ঘিরে তুমুল বাগযুদ্ধ চলে সোমবার দিনভর। শামার বক্তব্যকে তৃণমূল এমপি সৌগত রায় সমর্থন করায় বিজেপি শিবির থেকেও পাল্টা 'বডিলাইন' বল ছোড়া শুরু হয়ে যায়। তার মধ্যেই শামা মহম্মদ সোমবার গভীর রাতে ফের একটি পোস্টে বিজেপির এমপি কঙ্গনা রনৌতের ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে অতীতের একটি কুকথার পোস্ট করে আগুনে আরও ঘি ঢেলে দিয়েছেন।
বিজেপির অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রনৌত রোহিত সহ ভারতীয় ক্রিকেটারদের অবমাননাকর মন্তব্য করে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তা নিয়েই শামা বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন। কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র লিখেছেন, কঙ্গনা টিমকে কী বলবেন মনসুখ মাণ্ডব্য! তাঁকে জিজ্ঞাসা করুন। উল্লেখ্য, রোহিত শর্মাকে সোজা কথায় মোটা বলায় দেশজুড়ে রাজনৈতিক ও ক্রীড়া মহলে বিরাট প্রতিক্রিয়া পড়েছে। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য রোহিতের ফিটনেস নিয়ে শামাকে তোপ দাগেন।
কংগ্রেস ও তৃণমূলকে এক তিরে বিঁধে মাণ্ডব্য বলেন, অন্তত ক্রীড়াবিদদের যেন কংগ্রেস ও তৃণমূল তাঁদের উপর ছেড়ে দেয়। তাঁরা নিজেদের পেশাগত জীবনকে পরিচালনা করার ব্যাপারে যথেষ্ট পারদর্শী। এই দুই দল থেকে যেসব মন্তব্য ভেসে আসছে, বিশেষত চেহারা নিয়ে বিদ্রুপ এবং একজন খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া নিয়ে, তা শুধু লজ্জাজনক তাই নয়, খুবই দুঃখের। এই ধরনের কথাবার্তা তাঁদের কঠিন পরিশ্রমকে খাটো করে দেখায়। উপরন্তু, আন্তর্জাতিক স্তরে এই সমস্ত ক্রীড়াবিদ দেশকে যেভাবে তুলে ধরেছেন সেই ত্যাগকেও অস্বীকার করে।
What does @mansukhmandviya have to say to @KanganaTeam ! #JustAsking pic.twitter.com/YwM85HP6sV
— Dr. Shama Mohamed (@drshamamohd) March 3, 2025
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি নেতা মাণ্ডব্যর মন্তব্যের জবাবে শামা বর্তমান লোকসভা সদস্য ও তৎকালীন অভিনেত্রী কঙ্গনা রনৌতের একটি কুকথায় ভরা অবমাননাকর সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিন শট শেয়ার করেছেন। ২০২১ সালে রোহিত শর্মার একটি ট্যুইটের জবাবে তাঁকে ও ভারতীয় ক্রিকেটারদের যা নয় তাই বলেছিলেন কঙ্গনা। ২০২১ সালের কৃষক আন্দোলন নিয়ে রোহিত একটি পোস্ট করেন। যাতে তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে যখন দেশ হাতে হাত রেখে চলবে এবং সমস্যার সমাধান করতে পারবে তখনই দেশ মজবুত হবে। দেশের জন্য কৃষকদের অবদান অসামান্য। আমি আশা করি সকলে মিলে একসঙ্গে এই সমস্যার সমাধান করবে।
রোহিতের একথা জবাবে কঙ্গনা যে পোস্টটি করেছিলেন তা তুলে ধরেছেন শামা মহম্মদ। কংগ্রেস নেত্রীর দেওয়া কঙ্গনার সেই পোস্টের স্ক্রিন শটে দেখা যাচ্ছে তিনি লিখেছিলেন, ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা-র মতো সব ক্রিকেটাররা চেল্লাচ্ছে কেন। কঙ্গনা কৃষকদের সন্ত্রাসবাদী বলে মন্তব্য করে দেশে অশান্তি পাকানোর চেষ্টা চলছে বলে উল্লেখ করেছিলেন। বিজেপি নেত্রীর আগের সেই পোস্টকে তুলে ধরে শামা মহম্মদ পদ্ম শিবিরের সমালোচনাকে ভোঁতা করার চেষ্টা করেছেন।