শেষ আপডেট: 11th March 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার সুড়ঙ্গের ধসে আটকে (Telangana Tunnel Collapse) পড়া শ্রমিকদের মধ্যে মাত্র ১ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সাতজনকে উদ্ধার করতে এবার সুড়ঙ্গে ঢোকানো হল বিশেষ রোবটিক টিম (Robots)। তার সঙ্গে ভিতরে ঢুকেছে উদ্ধারকারী দলের (Rescue Team) ১১০ জন সদস্য।
হায়দরাবাদের একটি রোবটিক কোম্পানির টিম এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বেশ কয়েকটি রোবট নিয়েই তারা সুড়ঙ্গে প্রবেশ করেছে। এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে এই উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল। এবার রোবটরাও যুক্ত হল উদ্ধারকারী দলে।
আসলে উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল। তার জেরে বেশি ভিতরে এগোতেই পারছেন না উদ্ধারকারীরা। বিশেষজ্ঞদের মতে, এইভাবে জল-কাদা টপকে ভিতরে জোর করে ঢুকতে চাইলে প্রাণ সংশয় থাকবে উদ্ধারকারী দলের সদস্যদেরই। তাই রোবট ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এতে অন্তত কারও প্রাণ সংশয় থাকবে না।
ইতিমধ্যে এক শ্রমিকের দেহ সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর দেহটি আটকে ছিল টানেল বোরিং মেশিনের মধ্যে। তবে বাকি ৭ জনের দেহের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে। কেরল পুলিশের বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির এই কুকুর ১৫ ফুট পর্যন্ত গভীরতা থেকে গন্ধ সনাক্ত করতে পারে। মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে তেলঙ্গানা সরকার।
যে শ্রমিককে উদ্ধার করা হয়েছে তাঁর নাম গুরপ্রীত সিং। বাকি যারা এখনও আটকে রয়েছেন তাঁরা হলেন মনোজ কুমার, সানি সিং, গুরপ্রীত সিং, সন্দীপ সাহু, জেগটা সেস এবং অনুজ সাহু। গত ২২ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটেছিল।