শেষ আপডেট: 7th November 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর মামলার বিচার বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার একটি রিপোর্ট পেশ করা হয় সর্বোচ্চ আদালতে। রিপোর্টে বলা হয়েছে, ১১ নভেম্বর থেকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই চার্জ গঠন করেছে সিবিআই।
রাজ্যের তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল বলেন, রাজ্য সরকার চায় দ্রুত তদন্ত শেষ হোক। দ্রুত দোষীদের শাস্তি হোক। প্রধান বিচারপতি বলেন, আমি চাই না মণিপুরের মতো ঘটনা ঘটুক। বিচার শেষ হতে দিন সকলে। তিনি আরও বলেন, হ্যাঁ আমরা মণিপুরের ক্ষেত্রে আমরা যা করেছিলাম, এখানে সে রকম কিছু করছি না। মামলা স্থানান্তরের এখনই কোনও প্রয়োজন নেই বলে মনে করে আদালত।
জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এদুলজি বলেন, সিবিআই কিছু করছে না। শুধু রাজ্য পুলিশের ফলাফল কপি-পেস্ট করেছে। আইনজীবী আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পুলিশ ও বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে। তখন প্রধান বিচারপতি বলেন, লোকের কথা বলবেন না। আপনি এখন কার হয়ে কথা বলছেন? এমন সাধারণের বক্তব্য বলবেন না। সেরকম কিছু এখন আপাতত নেই।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় একই সঙ্গে বলেন, চার্জশিট জমা দেওয়া হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে। যদি জেলা জজ মনে করেন, তিনি সবসময় আরও তদন্তের নির্দেশ দিতে পারেন। এদিন এই মামলার পরবর্তী শুনানির দিন ১১ নভেম্বর হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত।