বিক্ষোভ দেশজুড়ে।
শেষ আপডেট: 13th August 2024 10:29
দ্য ওয়াল ব্যুরো: এদেশের চিকিৎসকদের ইতিহাসে 'সবচেয়ে নিকষ্ট ঘটনা' বলে আরজি কর কাণ্ডকে উল্লেখ করে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখল দেশের রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফেও আলাদা একটি চিঠি লেখা হয়েছে নাড্ডাকে। দাবি করা হয়েছে, চিকিৎসকের বিরুদ্ধে এই হিংসার বিরুদ্ধে কেন্দ্রীয় আইনে পদক্ষেপ করতে হবে এবং হাসপাতালগুলিকে 'সেফ জোন' করে তুলতে হবে।
শুক্রবার সকালে আরজি কর হাসপাতালের সেমিনার রুমে উদ্ধার হয় ৩১ বছরের তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত, ধর্ষিত দেহ। ঘটনার পরেই প্রতিবাদ আছড়ে পড়ে আরজি করে, ধীরে ধীরে আঁচ ছড়ায় সারা রাজ্যে। এর পরে গোটা দেশের চিকিৎসকরাই সরব হন এই ঘটনার বিরুদ্ধে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে, যে অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। তবে প্রতিবাদীদের দাবি, একা সঞ্জয় নয়, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে। আসল অপরাধীদের ধরে শাস্তি দিতে হবে।
দেশের সর্বত্র প্রতিবাদ-আন্দোলন শুরু হওয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে নানা প্রান্তে। সোমবার থেকেই চিকিৎসক সংগঠনের ডাকে দেশের বড় বড় শহরে কর্মবিরতি আন্দোলনে শামিল হয়েছেন ডাক্তারি-পড়ুয়া ও ডাক্তাররা।
দিল্লির ১০টি সরকারি হাসপাতালে এদিন সকাল থেকে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু হয়। জরুরি বা আপৎকালীন পরিষেবা ছাড়া অন্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাজধানী শহরের মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, আরএমএল হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ, ভিএমএমসি এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি, আইএইচবিএএস, ডঃ বাবাসাহেব আম্বেদকর মেডিক্যাল কলেজ ও ন্যাশ্যনাল ইনস্টিটিউট অফ টিবি অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেস হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতিতে শামিল হয়েছেন।
এমনকি এইমস হাসপাতালেও রোগী ভর্তিই প্রায় বন্ধ হওয়ার মুখে। অস্ত্রোপচারও কমে গেছে ৮০ শতাংশ। চিকিৎসকরা শুরু করেছেন কর্মবিরতি।
উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতেও আজ মঙ্গলবার সকাল থেকে চিকিৎসা পাননি রোগীরা। ডাক্তারদের দলবেঁধে আউটডোরে গিয়ে চিকিৎসা বন্ধ করে দিতে দেখা যায়। রোগী পরিবার-আত্মীয়দের সঙ্গে সংঘাতও বাঁধে। মুম্বইতেও দেখা যায় একই দশ্য। জেজে হাসপাতাল, সিয়ন হাসপাতাল, নায়ার হাসপাতাল এবং কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে বন্ধ হয়ে যায় চিকিৎসা।
গতকালই রেসিডেন্স ডক্টর্স অ্যাসোসিয়েশন জানায় কর্মবিরতির কথা। বহির্বিভাগ, অপারেশন থিয়েটার এবং ওয়ার্ড ডিউটি স্তব্ধ হয়ে পড়ে সর্বত্র। শুধু এমার্জেন্সিতে কাজ চলছে কাল থেকে। তবে মুমূর্ষু রোগীর চিকিৎসাও করা হচ্ছে।