ফাইল চিত্র
শেষ আপডেট: 17th March 2025 08:04
দ্য ওয়াল ব্যুরো: সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দিচ্ছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আর প্রথম দিনই শুনতে চলেছেন আরজি কর মামলা। সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। শীর্ষ আদালতের নিয়ম অনুযায়ী, নতুন বিচারপতিকে প্রথম দিন প্রধান বিচারপতির বেঞ্চে বসানো হয়, যেখানে আদালতের কাজকর্মের সঙ্গে তাঁকে পরিচিত করা হয়।
কাকতালীয়ভাবে, আজ সকাল সাড়ে ১১টায় আরজি কর মামলার শুনানি নির্ধারিত রয়েছে শীর্ষ আদালতে। ফলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে এই মামলার শুনানিতে অংশ নেবেন বিচারপতি বাগচিও।
প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি হতে চলেছে। ২০২৪-এর ১০ ডিসেম্বরে নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই মামলার শুনানি করেছিলেন বিচারপতি খান্না। সেদিনই তিনি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পাশাপাশি, আদালত জানিয়েছিল, এই সময়কালের মধ্যে কোনও পক্ষ চাইলে তাদের বক্তব্য পেশ করতে পারে। সেই অনুযায়ী, নির্যাতিতার মা-বাবা সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
এর মধ্যেই নিম্ন আদালত অভিযুক্ত সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে। ২৯ জানুয়ারির শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দীর ভূমিকা নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে এবং নতুন আবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। পরে, ৭ ফেব্রুয়ারি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও আদালত তাতে সম্মতি দেয়নি।
এদিকে শুনানিতে উপস্থিত থাকতে রবিবারই দিল্লি পৌঁছেছেন নির্যাতিতার মা-বাবা। তাঁরা আদালতকক্ষে প্রবেশের জন্য ই-পাসের আবেদন করেছেন বলে জানা গেছে। যদি সেই অনুমতি মেলে, তবে এটাই হবে সুপ্রিম কোর্টে তাঁদের প্রথম উপস্থিতি। পাশাপাশি, আদালতে নিজেদের বক্তব্য রাখার সম্ভাবনা নিয়েও আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন বলে খবর।