শেষ আপডেট: 9th December 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হলেন। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হতে চলেছেন মালহোত্রা। আগামী বুধবার থেকে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। সোমবার কেন্দ্রীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, তিন বছর হবে তাঁর কার্যকালের মেয়াদ। রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালে আইএএস ব্যাচের অফিসার সঞ্জয়।
আইআইএম কানপুরের কম্পিউটার সায়েন্সে স্নাতক মালহোত্রা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৩৩ বছরের কর্মজীবনে মালহোত্রা বিদ্যুৎ, অর্থ এবং কর ব্যবস্থার মতো মন্ত্রকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এছাড়াও তথ্যপ্রযুক্তি ও খনি বিভাগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
রাজস্ব সচিব পদে নিয়োগের আগে তিনি অর্থ বিভাগের সচিব ছিলেন। অর্থ ও রাজস্ব ক্ষেত্রে তাঁর বিস্তারিত অভিজ্ঞতা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি রূপায়ণে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।