শেষ আপডেট: 7th January 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: ঘুড়ি ওড়ানো নেশা ছিল। তাই বাজার থেকে ঘুড়ি, লাটাই, সুতো, মাঞ্জা কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাস্তায় সেই চাইনিজ মাঞ্জা গলায় জড়িয়ে মৃত্যু হল বাইশ বছর বয়সি যুবকের। উত্তরপ্রদেশের মীরটের ঘটনা।
জানা গেছে মৃত সুহেল ও তাঁর বন্ধু নওয়াজিশ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চালকের আসনে ছিলেন সুহেল। কিন্তু তাঁরা লক্ষ্য করেননি চাইনিজ মাঞ্জা তাঁদের জন্য ফাঁদ পেতে অপেক্ষা করছে। সেই রাস্তা দিয়ে যেতেই চাইনিজ মাঞ্জা গলায় জড়িয়ে যায় মৃত যুবকের। বাইকের পিছনে বসে থাকা নওয়াজিশও ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, আশ্চর্যজনকভাবে বাজার থেকে কাচের প্রলেপ দেওয়া ঘুড়ির সুতো কিনেছিলেন তাঁরা। যেটি বাইকের সঙ্গে লাগানো বক্স থেকে উদ্ধার হয়েছে। তবে অনেক আগেই চাইনিজ মাঞ্জা নিষিদ্ধ করেছে যোগী সরকার। তারপরেও কীভাবে তা বাজারে বিক্রি হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
পরিবার সূত্রে খবর, দু’জনেই ঘুড়ি ওড়াতে ভালবাসতেন। সে কারণেই সোমবার সন্ধেয় বাজার থেকে মাঞ্জা কিনতে গেছিলেন তাঁরা। ঘটনার পর মীরট পুলিশ বাজারের একাধিক দোকানে তল্লাশি চালিয়ে তিনজন ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তিন বস্তা চাইনিজ মাঞ্জা বাজেয়াপ্ত করেছে বলে খবর।
সম্প্রতি হরিদ্বারে দিনকয়েক আগেই চাইনিজ মাঞ্জা গলায় জড়িয়ে মৃত্যু হয় বছর চল্লিশের ব্যক্তি অশোক কুমারের। তিনি কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর কিছুদিনের মধ্যেই উত্ত্রপ্রদেশের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠে গেল। চাইনিজ মাঞ্জার ক্ষতিকর দিক জানার পরেও কেন মানুষ তা ব্যবহার করছেন তা নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে।