শেষ আপডেট: 16th May 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ার ঘটনায় আরও এক দম্পতির দেহ উদ্ধার হল। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। বুধবার গভীর রাতে হোর্ডিংয়ের নীচে চাপা পড়া একটি গাড়ির ভিতর থেকে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার করে এনডিআরএফ।
গত সোমবার মুম্বইয়ের ঘাটকোপারের ছেড়ানগরে আড়াইশো টন ওজনের বিশাল একটি হোর্ডিং ঝড়বৃষ্টিতে জনবহুল এলাকার উপর ভেঙে পড়ে। প্রায় ১০০ জনের মতো তার নীচে চাপা পড়ে যান।
এদিন যাঁদের দেহ উদ্ধার করা হয়েছে, তাঁদের নাম মনোজ চাঁসোরিয়া (৬০) এবং তাঁর স্ত্রী অনিতা (৫৯)। মনোজ অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল ম্যানেজার। তাঁরা ১০০ ফুট হোর্ডিংয়ের নীচে চাপা পড়া গাড়ির মধ্যে ছিলেন। চাঁসোরিয়া গত মার্চেই মুম্বই এটিসির জেনারেল ম্যানেজার পদ থেকে অবসর নেন।
অবসরের পর জব্বলপুরে চলে গেলেও তাঁরা সম্প্রতি মুম্বইয়ে এসেছিলেন ভিসার কিছু কাজের জন্য। স্ত্রীর ভিসার কাজ করে তাঁরা জব্বলপুরে ফিরে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। পথে তেল ভরতে ওই পেট্রল পাম্পে ঢুকেছিলেন। যেখানে গাড়ির উপর ভেঙে পড়ে হোর্ডিংটি।
দম্পতির ছেলে আমেরিকায় থাকেন। তিনি বহুবার ফোন করে বাবা-মাকে না পেয়ে তাঁর এক বন্ধুকে জানান। তিনিই পুলিশকে জানান। পুলিশ মোবাইল ট্রাক করে দেখে তাঁদের শেষ লোকেশন ছিল ওই পেট্রল পাম্পেই। বুধবার গভীর রাতে তাঁদের দেহ দেখতে পাওয়া গেলেও ধ্বংসস্তূপ সরিয়ে বের করতে বৃহস্পতিবার ভোর হয়ে যায়।
মুম্বইয়ের ওই দুর্ঘটনায় মোট ৭৫ জন জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে ৪২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।