শেষ আপডেট: 30th September 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: অক্টোবর মাস মানেই উৎসবের মরসুম। গান্ধী জয়ন্তী হোক বা দুর্গাপুজো, নবরাত্রি হোক বা দিওয়ালি ছুটির তালিকা যে দীর্ঘ তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে এমনিতেই ছুটি থাকে। প্রতিবছরই দশম মাস ঘিরে মানুষের চিন্তা থাকে উৎসবের মরসুমে ঠিক কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
সোমবার সেই তালিকাই প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন আরবিআই-এর তরফে ছুটির পূর্ণাঙ্গ তালিকা পেশ করা হয়েছে। তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে জাতীয় ছুটির পাশাপাশি উৎসবের ছুটির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ছুটির কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে বলে খবর।
জেনে নেওয়া যাক কবে কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্ক ছুটি থাকলেও নেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল অ্যাপ এবং ব্যাঙ্কের ওয়েবসাইট খোলা থাকবে।