Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
Research Institute in New York Named After Dr. Achyuta Samanta

বিশ্বের দরবারে সম্মানিত ভারত, নিউ ইয়র্কে ড. অচ্যুত সামন্তের নামে হল গবেষণা প্রতিষ্ঠান

১৭৫ বছর পুরনো এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে ৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এবং এটি ২৫টি কলেজ নিয়ে গঠিত। এখানে ১২২টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন।

বিশ্বের দরবারে সম্মানিত ভারত, নিউ ইয়র্কে ড. অচ্যুত সামন্তের নামে হল গবেষণা প্রতিষ্ঠান

গবেষণা প্রতিষ্ঠানটির নামকরণের মুহূর্ত

শেষ আপডেট: 22 May 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক (CUNY)তাদের একটি নতুন গবেষণা প্রতিষ্ঠানের নামকরণ করল বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ ও সমাজসংস্কারক ড. অচ্যুত সামন্তের নামে। ‘Achyuta Samanta India Initiative CUNY Crest Institute’ (ASIICCI) নামের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হল নিউ ইয়র্ক শহরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার একাধিক শিক্ষাবিদ ও বিশিষ্টজন।

এই প্রথমবার কোনও ভারতীয়র নামে আমেরিকায় কোনও গবেষণা প্রতিষ্ঠানের নামকরণ করা হল। এই ইনস্টিটিউট মূলত ওড়িশার শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গবেষণা করবে এবং একই সঙ্গে ড. সামন্তর শিক্ষা ও আদিবাসী উন্নয়নমূলক কাজের উপরেও আলোকপাত করবে। আমেরিকার ছাত্রছাত্রীরা এর মাধ্যমে ভারতের গরিব ও প্রান্তিক সমাজ সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ পাবেন।

এই বিষয়টির প্রস্তাব প্রথমে দেয় সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ব্রঙ্কস কমিউনিটি কলেজের প্রেসিডেন্ট ড. মিল্টন সান্তিয়াগো। তিনি সম্প্রতি ভুবনেশ্বরে ড. সামন্ত প্রতিষ্ঠিত কেআইআইটি এবং কেআইএসএস পরিদর্শন করেন এবং তাঁর কাজে মুগ্ধ হয়ে এই নামকরণের প্রস্তাব দেন। পরে সেটি বিশ্ববিদ্যালয়ের বোর্ড দ্বারা অনুমোদিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ড. সান্তিয়াগোর আমন্ত্রণে উপস্থিত ছিলেন ড. সামন্ত নিজে।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. সান্তিয়াগো বলেন, 'অচ্যুত সামন্ত ইন্ডিয়া ইনিশিয়েটিভ আমেরিকার পড়ুয়াদের ভারতীয় আদিবাসী সমাজ, সংস্কৃতির শিকড় এবং বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী এক শিক্ষা মডেলের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে।'

নিজের নামে একটি গবেষণা প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত ড. সামন্ত। 'গর্বের মুহূর্ত' বলে বর্ণনা করেন তিনি। বলেন, 'এই সম্মান শুধু আমার নয়, এটি ওড়িশাবাসী, কেআইআইটি এবং কেআইএসএস পরিবারেরও। আমি এই কৃতিত্ব তাদেরই উৎসর্গ করছি।'

প্রসঙ্গত, ১৭৫ বছর পুরনো এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে ৩ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এবং এটি ২৫টি কলেজ নিয়ে গঠিত। এখানে ১২২টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। এই ঐতিহাসিক মুহূর্তে ড. সামন্তকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান 'প্রেসিডেন্সিয়াল মেডেল'ও প্রদান করা হয়।

এই সম্মানে ভূষিত হওয়া নিঃসন্দেহে ভারতের জন্য এক বড় প্রাপ্তি।


ভিডিও স্টোরি