শেষ আপডেট: 26th January 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সংবিধানের পথচলা শুরু হয়েছিল ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। সেই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস। দিনটির গুরুত্বকে তুলে ধরতে দিল্লির ঐতিহাসিক কর্তব্য পথে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজটি রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিল থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট পার হয়ে লালকেল্লায় শেষ হয়।
অনেক মানুষ এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে দিল্লিতে যান এবং লালকেল্লায় টিকিট কেটে প্যারেড উপভোগ করেন। তবে যারা সেখানে যেতে পারেন না, তাদের জন্যও অনলাইনে এই কুচকাওয়াজ দেখার ব্যবস্থা রয়েছে।
কোথায় দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ?
১. দূরদর্শন চ্যানেল:
- সরাসরি সম্প্রচার দেখতে পারবেন দূরদর্শন ন্যাশনাল টিভি চ্যানেলে।
- দূরদর্শনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এটি লাইভ স্ট্রিম করা হবে।
২. অল ইন্ডিয়া রেডিও:
- অল ইন্ডিয়া রেডিওর ইউটিউব চ্যানেল থেকেও লাইভ সম্প্রচার দেখতে পারবেন।
৩. সরকারি ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া:
- বিভিন্ন সরকারি ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট থেকে প্যারেডের লাইভ স্ট্রিম দেখা যাবে।
- পাশাপাশি জনপ্রিয় সংবাদ চ্যানেলগুলোতেও সরাসরি সম্প্রচার করা হবে।
কুচকাওয়াজের সময়সূচি
- কুচকাওয়াজ শুরু হবে সকাল ১০:৩০টায়, কর্তব্য পথ থেকে।
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করবেন।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি উদযাপন শুরু করবেন।
এ বছর অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাঁর নেতৃত্বে ইন্দোনেশিয়ার একটি বিশেষ দল এই অনুষ্ঠানে অংশ নেবে।
থিম কী হবে?
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হল 'স্বর্ণিম ভারত: বিরাসত ও বিকাশ'। যারা সরাসরি ইভেন্টে অংশ নিতে চান, তাদের জন্য গেট খুলবে সকাল ৭টায় এবং বন্ধ হবে সকাল ৯টায়। ট্রাফিক নিয়মের কারণে তাড়াতাড়ি পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।