Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল
Pakistan Cyber Attack

'ডিজিটাল যুদ্ধ'-এর চেষ্টা? পহেলগামের পর ১৫ লক্ষ বার সাইবার হামলার চেষ্টা করেছে পাকিস্তান

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনা ঘটেছিল। সেই সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে ভারত। 

'ডিজিটাল যুদ্ধ'-এর চেষ্টা? পহেলগামের পর ১৫ লক্ষ বার সাইবার হামলার চেষ্টা করেছে পাকিস্তান

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 May 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার (Jammu Kashmir Pahalgam Attack) ঘটনা ঘটেছিল। সেই সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে ১০০-র বেশি জঙ্গিকে। এর পাল্টা দিয়ে পাকিস্তান যুদ্ধবিরতি সত্ত্বেও লাগাতার সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে। তবে শুধু এলওসি-তে নয়, ডিজিটাল ক্ষেত্রেও ভারতকে মারতে চাইছে তারা (Cyber Attack)।

ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা করে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। হয়তো তার বদলা নিতেই সাইবার হানা শুরু করেছে। সূত্রের খবর, গত ২২ এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত দেশের অন্তত ১৫ লক্ষ ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে পাক মদতপুষ্ট হ্যাকাররা। কিন্তু ভারতের তরফে জানান হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তান ব্যর্থ হয়েছে। মাত্র ১৫০টি ক্ষেত্রে আংশিক সফল হয়েছিল তারা, তবে তাও প্রতিরোধ করা গেছে অল্প সময়ের মধ্যেই।

মহারাষ্ট্র সাইবার সেলের রিপোর্ট অনুযায়ী, দেশের একাধিক বিমানবন্দর সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের ওয়েবসাইটে সাইবার হানা হয়েছে। তবে কোনও জায়গা থেকে সেভাবে কোনও তথ্য হ্যাকাররা হাতাতে পারেনি বলেই দাবি। এদিকে যে ১৫০টি ওয়েবসাইট তারা হ্যাক করতে সক্ষম হয়েছিল সেগুলির মধ্যে একটি পুরসভার সাইট, অন্যগুলি বেশিরভাগ নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। যদিও ভারতীয় সাইবার সেলের দাবি, হ্যাক করেও ক্ষতি করতে পারেননি পাক হ্যাকাররা।

শুধু পাকিস্তান নয়, মহারাষ্ট্রের সাইবার সেলের রিপোর্ট এও বলছে যে, ইন্দোনেশিয়া, মরক্কো সহ পশ্চিম এশিয়ার অন্যান্য একাধিক দেশ থেকেও ভারতে সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে তাঁরা সতর্ক রয়েছে এবং প্রতিক্ষেত্রে এই সাইবার হানা ঠেকাতে প্রস্তুত। 


ভিডিও স্টোরি