গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনা ঘটেছিল। সেই সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে ভারত।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 May 2025 14:08
দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার (Jammu Kashmir Pahalgam Attack) ঘটনা ঘটেছিল। সেই সন্ত্রাসী হামলার জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয়েছে ১০০-র বেশি জঙ্গিকে। এর পাল্টা দিয়ে পাকিস্তান যুদ্ধবিরতি সত্ত্বেও লাগাতার সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে। তবে শুধু এলওসি-তে নয়, ডিজিটাল ক্ষেত্রেও ভারতকে মারতে চাইছে তারা (Cyber Attack)।
ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা করে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। হয়তো তার বদলা নিতেই সাইবার হানা শুরু করেছে। সূত্রের খবর, গত ২২ এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত দেশের অন্তত ১৫ লক্ষ ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে পাক মদতপুষ্ট হ্যাকাররা। কিন্তু ভারতের তরফে জানান হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তান ব্যর্থ হয়েছে। মাত্র ১৫০টি ক্ষেত্রে আংশিক সফল হয়েছিল তারা, তবে তাও প্রতিরোধ করা গেছে অল্প সময়ের মধ্যেই।
মহারাষ্ট্র সাইবার সেলের রিপোর্ট অনুযায়ী, দেশের একাধিক বিমানবন্দর সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের ওয়েবসাইটে সাইবার হানা হয়েছে। তবে কোনও জায়গা থেকে সেভাবে কোনও তথ্য হ্যাকাররা হাতাতে পারেনি বলেই দাবি। এদিকে যে ১৫০টি ওয়েবসাইট তারা হ্যাক করতে সক্ষম হয়েছিল সেগুলির মধ্যে একটি পুরসভার সাইট, অন্যগুলি বেশিরভাগ নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট। যদিও ভারতীয় সাইবার সেলের দাবি, হ্যাক করেও ক্ষতি করতে পারেননি পাক হ্যাকাররা।
শুধু পাকিস্তান নয়, মহারাষ্ট্রের সাইবার সেলের রিপোর্ট এও বলছে যে, ইন্দোনেশিয়া, মরক্কো সহ পশ্চিম এশিয়ার অন্যান্য একাধিক দেশ থেকেও ভারতে সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। তবে তাঁরা সতর্ক রয়েছে এবং প্রতিক্ষেত্রে এই সাইবার হানা ঠেকাতে প্রস্তুত।