Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
যুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানেরওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়ি
VP Jagdeep Dhankhar

VP Dhankhar: অপারেশন সিঁদুরের সঙ্গে মার্কিন বাহিনীর লাদেনকে খতম অভিযানের তুলনা টানলেন ধনকড়

ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের সঙ্গে নাম না করে ওসামা বিন লাদেনকে (Laden) নিকেশ করার অভিযানের তুলনা টানলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (VP Dhankhar)।

VP Dhankhar: অপারেশন সিঁদুরের সঙ্গে মার্কিন বাহিনীর লাদেনকে খতম অভিযানের তুলনা টানলেন ধনকড়

লাদেন এবং জগদীপ ধনকড়

শেষ আপডেট: 17 May 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের সঙ্গে নাম না করে ওসামা বিন লাদেনকে (Laden) নিকেশ করার অভিযানের তুলনা টানলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (VP Dhankhar)। তাঁর কথায়, যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা ১১ সেপ্টেম্বরের হামলার পরিকল্পনা করেছিল, মার্কিন বাহিনী (US Army) ২০১১ সালের ২ মে ঠিক একই রকম ভাবে তার মোকাবিলা করেছিল।

শনিবার জয়পুরিয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেশের সময় ধনকড় পরোক্ষে বোঝাতে চান, সামরিক শক্তিতে ভারত ক্রমশ আমেরিকার সমকক্ষ হয়ে উঠছে।

২২ এপ্রিল পহেলগামের (Pahelgam Attack) বৈসরন উপত্যকায় যে নৃশংস জঙ্গি হামলা (Terror Attack) হয়েছিল, তাতে ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পাল্টা জবাব দিতে 'অপারেশন সিঁদুর' করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনা বাহিনীর এই জবাবকে এখনও পর্যন্ত সীমান্ত পেরিয়ে একেবারে অন্দরে ঢুকে চালানো হামলা বলে উল্লেখ করেন ধনকড়। সে প্রসঙ্গে কথা বলতে বলতেই তিনি ২০০১ সালের সেপ্টেম্বরে আমেরিকার টুইন টাওয়ার হামলার প্রসঙ্গ তোলেন।

ধনকড় জানান, শান্তি বজায় রেখে কী করে সন্ত্রাসের গোঁড়ায় গিয়ে আঘাত হানা যায়, তার 'আন্তর্জাতিক মানদণ্ড' স্থাপন করেছে ভারত। বলেন, টুইন টাওয়ার হামলার জবাব যেমনটা দেওয়া হয়েছিল, ভারত ঠিক তেমনই কাজ করেছে। গোটা বিশ্বের সামনে করেছে। এর আগে জইশ-ই-মহম্মদ বা লস্কর-ই-তইবা এত বড় আঘাত পায়নি বলেই মনে করেন ভারতের উপরাষ্ট্রপতি।


ভিডিও স্টোরি