বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়।
শেষ আপডেট: 19 February 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। ২৭ বছর পর আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেই উপলক্ষে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়। যদিও পরে দলের তরফে জানানো হয়, রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়কে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদেরই পৌরোহিত্যে নবনির্বাচিত বিধায়করা নতুন দলনেতা ঠিক করেন। ১০ বছরের অরবিন্দ
কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের পতন ঘটিয়ে বৃহস্পতিতে রাজধানীর বিখ্যাত রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেট পর্যায়ের কয়েকজন মন্ত্রী।দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৫ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী।
আগামিকালের অনুষ্ঠানসূচি থাকবে এইরকম- ১১টা থেকে ১২টার মধ্যে অতিথিরা রামলীলা ময়দানে হাজির হয়ে আসনে বসে পড়বেন। দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং মন্ত্রিপরিষদে শপথ নেওয়া বিধায়করা আসবেন। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ১২টা ২৯ মিনিট নাগাদ। তার আগেই অবশ্য চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা প্রমুখ।
মোদী আসার পরে সাড়ে ১২টার সময় পুলিশ ব্যান্ডে বেজে উঠবে জাতীয় সঙ্গীত। ১২টা ৩৫ মিনিটে দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনা মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং নতুন নিয়োগে স্বাক্ষর পর্ব হবে দুপুর ১টা সময়।একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে রাজধানী শহরের ঝুপড়িবাসীদের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দিল্লির ২৫০টি বস্তির প্রধানরাই মোদীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।
মুখ্যমন্ত্রী মুখ বাছাই করতে বুধবার সারাদিন তৎপরতা ছিল বিজেপি নেতৃত্বের মধ্যে। শেষমেশ প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্ব পাঞ্জাবি রক্ত ও বানিয়া সম্প্রদায়ের কাউকে বেছে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেছেন। কারণ সকলেই জানেন, দিল্লির সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হলেন পাঞ্জাবি। এছাড়াও ২০২৭ সালে রয়েছে পাঞ্জাব বিধানসভার ভোট। তাই পাঞ্জাবি কাউকে মুখ্যমন্ত্রী করলে পাশের রাজ্যেও জাতের ফায়দা তুলতে পারবে বিজেপি। পাঞ্জাবির পরেই দিল্লিতে রয়েছেন বানিয়ারা। মহিলা মুখ রেখা গুপ্তা যাঁকে নিয়ে খুব চর্চা চলছিল, তিনিও বানিয়া সম্প্রদায়ের।