প্রতীকী ছবি
শেষ আপডেট: 10th March 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: রমজানের কারণে স্ত্রী-বান্ধবীরা যৌন মিলনে আপত্তি জানিয়েছিলেন। সেই তাড়নায় ১৩ বছর বয়সি এক কিশোরকে ধর্ষণ করে খুনের (Rape and Murder) অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।
ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur)। পুলিশ ইতিমধ্যেই হুসেইনি নামে এক যুবককে গ্রেফতার করেছে। আজহার নামে দ্বিতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
গত ৫ মার্চ জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোর। তার পরই পুলিশে অপহরণের অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে হুসেইনি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
জেরায় অভিযুক্ত বলে, ছেলেটির সঙ্গে তাদের আগে থেকে পরিচয় ছিল। একজন যৌনকর্মীর সঙ্গে আলাপ করতে নিয়ে যাবে বলে তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায় তারা। তারপরই একটি জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরকে ধর্ষণ করে খুন করে দুই যুবক। পরে তার দেহ একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়। পুলিশ অভিযানে নেমে সেই কুয়ো থেকেই ছেলেটির দেহ উদ্ধার করে।
অভিযুক্ত হুসেইনি আরও জানায়, তার প্রেমিকা এবং আজহারের স্ত্রী তাদের জানিয়ে দেয়, একমাস কোনও শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। একমাস কী করবে ভেবেই যৌন তাড়নায় ওই কিশোরকে ধর্ষণ করে তারা। সবটা শুনেই তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও অধরা আজহার। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।