শেষ আপডেট: 9th April 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসেই রামনবমী। তার আগে ভিড় উপচে পড়ছে অযোধ্যায়। এখন থেকেই প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত যাচ্ছেন রামলালার দর্শনে। রামনবমীর দিন যে রেকর্ড সংখ্যক ভিড় হতে পারে অযোধ্যায়, তার আগাম ইঙ্গিত মিলেছে। এই সম্পর্কে খুবই আশাবাদী রাম মন্দির ট্রাস্টও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরের উদ্বোধন করেন। তারপর থেকেই সেখানে ভক্তের ঢল। আগামী ১৭ এপ্রিল রামনবমী। সেই উপলক্ষে ভিড়ের মাত্রা যে কয়েকগুণ বাড়বে তা বলাই যায়। রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, বর্তমানে প্রতিদিন ১ থেকে দেড় লক্ষ মানুষ অযোধ্যায় আসছেন রাম মন্দির দর্শনে। এপ্রিল মাস পড়লে সেই সংখ্যাই দিন প্রতি ২ লক্ষ বা তার বেশি হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
রাম ভক্তরা আবার বড় সুখবর পেয়েছে এই আবহে। কারণ দূরদর্শনে অযোধ্যার রাম মন্দিরের আরতি লাইভ সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে আধঘন্টা আরতির দৃশ্য লাইভ দেখানো হবে। রামনবমীর দিন থেকেই আরতি লাইভ সম্প্রচার শুরু করা হবে। যারা কোনও কারণে রাম মন্দির দর্শনে যেতে পারবেন না, তারাও এইভাবে বাড়িতে বসে রামলালার দর্শন করতে পারবেন।
মন্দির দর্শনে গিয়ে আরতি দেখতে গেলে অবশ্য বেশ কিছু নিয়ম মানতে হবে ভক্তদের। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, জুতো, মোবাইল ও ব্যক্তিগত দরকারি জিনিস মন্দির চত্বরের বাইরে রাখতে হবে। ফুল, মালা কিছুই মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া যাবে না। মন্দিরে মঙ্গলরাতি শুরু হবে ভোর ৪ টেয়। শ্রীঙ্গার আরতি শুরু হবে ভোর ৬.১৫ মিনিটে। এই আরতি দেখার জন্য কোনও এন্ট্রি পাস লাগবে না। তবে রাত ১০ টার শয়ন আরতি দেখতে হলে আলাদা করে এন্ট্রি পাস লাগবে।