শেষ আপডেট: 30th October 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালির আগে দেশবাসীর জন্য সুখবর। রিজার্ভ ব্যাঙ্কের হাত ধরে এবার ভারতে ফিরল বিপুল সোনা। আরবিআই জানিয়েছে, ইংল্যান্ড থেকে ১০২ টন সোনা ভারতে এসেছে।
এতদিন ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ভল্টে বিপুল সোনা রাখা ছিল। এবার তা ভারতের যে কোনও জায়গায় সুরক্ষিত রাখা হবে। বুধবার একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত স্থানীয় ভল্টে মোট সোনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪.৭৩ টন। এর মধ্যে ভারতে আছে ৫১০.৪৬ টন সোনা।
চলতি বছরের ৩১ মার্চ সবথেকে বেশি সোনা এসেছিল দেশে। সেবার ৪০৮ টন সোনা ভারতে নিয়ে আসা হয়েছিল। সূত্রের খবর চলতি আর্থিক বছরের শুরু অর্থাৎ সেপ্টেম্বর মাসেই ৩২ টন সোনা মজুত করে রিজার্ভ ব্যাঙ্ক। পরে সেই পরিমাণ লাফিয়ে বাড়ে।
গত কয়েক বছর ধরে, ভারত ধীরে ধীরে সোনার ভাণ্ডার ভল্টে স্থানান্তরিত করছে। ২০২৩-২৪ আর্থিক বছরে, ১০০ টন সোনা ব্রিটেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ১৯৯১ সালের পর থেকে যা রেকর্ড। সোনা সুরক্ষিত রাখতে বহু বছর ধরেই বিদেশের ভল্ট ব্যবহার করছে ভারত। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমশ অস্থিরতা বেড়ে যাওয়ার কারণেই বিদেশে সোনা রাখার চেয়ে দেশেই সোনা রাখা নিরাপদ বলে মনে করা হচ্ছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকেই নরেন্দ্র মোদীর সরকারের নির্দেশে রিজার্ভ ব্যাঙ্ক ইংল্যান্ডের ভল্ট থেকে সোনা দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে। দু’বছরে এখনও এখনও পর্যন্ত ২১৪ টন সোনা এল দেশে।
ব্রিটেনের ভল্টে থাকা সোনা দেশে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়েছিল আরবিআই। কেন্দ্রের তরফে গ্রিন সিগন্যাল মেলার পরই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের হাতে যত পরিমাণ সোনা রয়েছে চার এক চতুর্থাংশ মার্চের শেষে ব্রিটেন থেকে নিয়ে আসা হয়।
১৫ বছর আগে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফের থেকে ২০০ টন সোনা কিনেছিল আরবিআই। যার জেরে একদিকে যেমন রিজার্ভ ব্যাঙ্কের শক্তি বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি মজবুত হয়েছে দেশের অর্থনীতি।