শেষ আপডেট: 14th March 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: বাজারে আসতে চলেছে 'নতুন' ১০০ এবং ২০০ টাকার নোট (100 and 200 notes)! না, কোনও নোটবন্দি হচ্ছে না। নতুন করে এই নোট আনার কারণ, একটা বড় বদল করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কী সেই পরিবর্তন?
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বদল হয়েছে তা সকলেরই জানা। বর্তমান বাজারে যে সকল ১০০ বা ২০০ টাকার নোট চলছে তাতে প্রাক্তন গভর্নরের স্বাক্ষর রয়েছে। তাই সেগুলি বদল করতে উদ্যোগী আরবিআই। এবার থেকে ১০০ ও ২০০ টাকার নতুন নোটে তাই বদলে যাবে গভর্নরের স্বাক্ষর। এতদিন শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকত। এবার ১০০ ও ২০০ টাকার নোটে আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে।
তাহলে কি শক্তিকান্ত দাসের স্বাক্ষর থাকা নোট বাতিল হতে চলেছে? কখনই নয়। আরবিআই স্পষ্ট করেছে, পুরনো ১০০ ও ২০০ টাকার নোটগুলি বাতিল হয়ে যাবে না, তা বৈধ থাকবে। সেই নোট ব্যবহারে কোনও সমস্যা নেই। উল্লেখ্য, ২০১৬ সালে নোটবন্দির সময়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময়ই ১০০ ও ২০০ টাকার নতুন নোটের সিরিজ চালু হয়েছিল। তাতেই এবার গভর্নরের সই বদলাচ্ছে।
২০১৮ সালের ১২ ডিসেম্বর, রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শক্তিকান্ত দাস। তারপর লাগাতার ছ’ বছর ধরে সামলেছেন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্ব। ২০২১ সালে তাঁর মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন সংকট, বিশেষত করোনা মহামারির অর্থনৈতিক অভিঘাত সামাল দিতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। গত ডিসেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছিল। তারপরই ওই পদে আসেন সঞ্জয় মালহোত্রা।