Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Abhishek Banerjee

জাপানে অবহেলায় পড়ে রয়েছে রাসবিহারীর সমাধিস্থল, রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক

জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে যাওয়া প্রতিনিধিদলটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

 জাপানে অবহেলায় পড়ে রয়েছে রাসবিহারীর সমাধিস্থল, রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক

জাপানে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে অভিষেক।

শেষ আপডেট: 23 May 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদী কার্যকলাপ সারা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে যাওয়া প্রতিনিধিদলটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

জাপান সফরে সরকারি ঠাসা কর্মসূচির মধ্যেও সময় বের করে রাজধানী টোকিয়োয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে গিয়েছিলেন অভিষেক। শ্রদ্ধা জানান প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভেও। তবে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারীর সমাধিস্থলের রক্ষণাবেক্ষণের অভাব দেখে হতাশ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ করার জন্য জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করেন তৃণমূল সাংসদ। 

 

পরে সমাজমাধ্যমে এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে অভিষেক লেখেন, "দেশের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্মারক অবহেলায় পড়ে রয়েছে, এটা দেখে আমার খুব খারাপ লাগল। আমাদের রাষ্ট্রদূত এবং টোকিয়োর ভারতীয় দূতাবাসের কাছে অনুরোধ করেছি, যাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ করেন।"


ভিডিও স্টোরি