জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে যাওয়া প্রতিনিধিদলটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
জাপানে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে অভিষেক।
শেষ আপডেট: 23 May 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদী কার্যকলাপ সারা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে যাওয়া প্রতিনিধিদলটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।
জাপান সফরে সরকারি ঠাসা কর্মসূচির মধ্যেও সময় বের করে রাজধানী টোকিয়োয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে গিয়েছিলেন অভিষেক। শ্রদ্ধা জানান প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভেও। তবে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারীর সমাধিস্থলের রক্ষণাবেক্ষণের অভাব দেখে হতাশ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ করার জন্য জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে অনুরোধ করেন তৃণমূল সাংসদ।
পরে সমাজমাধ্যমে এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে অভিষেক লেখেন, "দেশের স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্মারক অবহেলায় পড়ে রয়েছে, এটা দেখে আমার খুব খারাপ লাগল। আমাদের রাষ্ট্রদূত এবং টোকিয়োর ভারতীয় দূতাবাসের কাছে অনুরোধ করেছি, যাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ করেন।"