শেষ আপডেট: 29th January 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের বুলখানার সরকারি হাসপাতালে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে এক গর্ভবতী মহিলার সোনোগ্রাফি করার পর চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সোনোগ্রাফি রিপোর্টে দেখা যায়, গর্ভবতী মহিলার পেটে একটি শিশুর পাশাপাশি, সেই শিশুর পেটে আরও একটি শিশু রয়েছে।
দুই দিন আগে, মোতালা তহসিলের একটি গ্রামের ৩২ বছর বয়সী গর্ভবতী মহিলাটি সরকারি মহিলাদের হাসপাতালে যান। সেখানে, ডাক্তার প্রসাদ আগরওয়াল সোনোগ্রাফি করে দেখেন গর্ভের শিশুর পেটে আরেকটি শিশুর অস্তিত্ব। ডাক্তার আগরওয়াল আরও বিস্তারিতভাবে সোনোগ্রাফি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে, মহিলার গর্ভস্থ শিশুর পেটে আরও একটি অপরিণত শিশু রয়েছে।
এরপর তিনি এই ঘটনার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান এবং মহিলাকে সম্ভাজিনগরে পাঠানো হয়, যাতে প্রসবের সময় কোনও জটিলতা না হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রসাদ আগরওয়াল বলেন, মহিলার কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই, তবে জন্ম নেওয়া শিশুটিকে দ্রুত চিকিৎসা না দিলে তার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
সিভিল সার্জন ডা. ভাগবত ভুসারি জানিয়েছেন, চিকিৎসাবিদ্যায় এই পরিস্থিতিকে 'ফেটাস-ইন-ফেটু' (ভ্রূণে ভ্রূণ) বলা হয়, যা পৃথিবীতে খুবই বিরল। এমন ঘটনা বিশ্বে মাত্র ২০০টি রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে ১৫ থেকে ২০টি ভারতে ঘটেছে।