শেষ আপডেট: 16th February 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: দ্রুত গতিতে আসছে বাইক। ঠিক তার উল্টো দিক থেকে ধেয়ে আসছে একটি প্রাইভেট গাড়ি। কিছুক্ষণ পর সজোরে মুখোমুখি ধাক্কা মেরে রীতিমতো আকাশে উড়তে দেখা গেল এক র্যাপিডো চালককে। উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরা নগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এলাকার সিসিটিভিতে দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। ইতিমধ্যে তা হাতে আসতেই সামনে এনেছে লখনউ পুলিশ। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে, ইন্দিরা নগরের ১৩ নম্বর সেক্টরের একটি মোড়ে একজন র্যাপিডো চালক দ্রুত গতিতে আসার সময় আচমকা নিয়ন্ত্রন হারিয়ে একটি প্রাইভেট গাড়িতে সজোরে ধাক্কা মারে। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সামনে আসতেই হইচই শুরু হয়েছে।
लखनऊ का बताया जा रहा है ये भयानक एक्सीडेंट का वीडियो !!
— MANOJ SHARMA LUCKNOW UP???????????????????????? (@ManojSh28986262) February 13, 2025
कार और बाइक सवार मे आमने-सामने भिड़ंत मे बाइक सवार फुटबॉल की तरह उछलकर गिरा !!
घटना सीसीटीवी कैमरे में हुई कैट वीडियो सोशल मीडिया पर हुआ वायरल !! #Lucknow #ViralVideo #ShockingVideo #Shockingnews pic.twitter.com/wsFbZZ7LPp
পুলিশ সূত্রে খবর, বাইক চালকের নাম অভিজিৎ শ্রীবাস্তব। অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। একটি পাড়ার মোড় থেকে বাঁক নেওয়ার সময় আচমকাই সামনে গাড়িটি চলে আসে। মুখোমুখি সংঘর্ষের জেরে বাইক থেকে উড়ে গাড়ির উল্টো দিকে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন অভিজিৎ।
दुर्घटना में 01 व्यक्ति घायल है, जिसको उपचार हेतु हास्पिटल में भर्ती कराया गया है तथा परिजन द्वारा बाद प्राथमिक उपचार घर ले जाया गया।अन्य आवश्यक विधिक कार्रवाई की जा रही है।
— LUCKNOW POLICE (@lkopolice) February 13, 2025
দুর্ঘটনার কারণে উভয় গাড়িরই ক্ষতি হয়েছে বলে খবর। তবে ভাগ্যের জোরে র্যাপিডো চালক প্রানে বেঁচেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় সঠিক চিকিৎসা পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। আপাতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই একজন মন্তব্য করেন, "দুর্ঘটনাটি দেখে দুঃখিত, তবে এটি বাইক চালকেরই দোষ। ভুল দিক দিয়ে গাড়ি চালানোয় যা হওয়ার তাই হয়েছে।"
আরেকজন লেখেন, "যারা দ্রুত গতিতে বাইক চালান তাঁদের সবসময় মনে রাখা উচিত যে রাস্তার পাশে সরু গলি থাকে। সেখান থেকে যে কোনও সময় যে কোনও গাড়ি আসতেই পারে। আপনি বাইক নিয়ে চিন্তা না করলেও হবে। তবে আগে জীবন বাঁচান। পরিবার বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছেন।" তবে দুর্ঘটনার ভয়াবহতা দেখে চমকে উঠেছেন অনেকেই।