রণবীর আল্লাবাদিয়া
শেষ আপডেট: 11th February 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার রণবীর আল্লাবাদিয়া। সম্প্রতি ইউটিউবের একটি শো-এ বাবা-মায়ের যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য করে খবরের শিরোনামে। ব্যাপারটা নিয়ে জলঘোলা এতদূর গড়িয়েছে যে, আলাদা একটি ভিডিও বানিয়ে সকলের কাছে নতমস্তকে ক্ষমা চেয়েছেন তিনি।
বিতর্ক তাতেও থামেনি। যোগ দিয়েছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবেন্দ্র বলেন, ‘ভিডিওটি না দেখলেও বিষয়টি আমার নজরে এসেছে। আমি শুনেছি একটি শো-এ এমন কিছু বলা হয়েছে যা অশ্লীল ও আপত্তিকর। মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে। কিন্তু সেটা নির্দিষ্ট সীমার মধ্যে। মাত্রা লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।‘
এই চলতি ডামাডোলের মধ্যে একদিনে নিজের চ্যানেলের ২০ লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছেন রণবীর। দেশজুড়ে ছিছিক্কার। তা সত্ত্বেও এখনও সম্পত্তির হিসেবে ভারতের অন্যতম ইনফ্লুয়েন্সার তিনিই। মোট আয়ের হিসেবও যথেষ্টই চোখধাঁধানো।
সূত্রের খবর, আল্লাবাদিয়ার মোট সম্পদের মূল্য ৬০ কোটি টাকার কাছাকাছি। মাসিক আয় প্রায় ৩৫ লক্ষ টাকা। যার বড় অংশ আসে ইউটিউব রেভিনিউ, বিভিন্ন ব্র্যান্ডের চুক্তি, পডকাস্ট ও অন্যান্য ব্যাবসায়িক কারবার থেকে।
রণবীরের পরিচিতি শুরু ইউটিউব থেকে। ২০১৪ সালে নিজের চ্যানেল খোলেন তিনি। নাম ‘বিয়ার বাইসেপ্স’। যদিও কেরিয়ারের গোড়ায় সেখানে ফিটনেস সংক্রান্ত কথাবার্তাই শেয়ার করতেন তিনি। এরপর ধীরে ধীরে সেই চ্যানেল ডালপালা ছড়ায়। ফিটনেস ছেড়ে ব্যবসা, আধ্যাত্মিকতা, আত্মোন্নতিকে ফোকাসে রাখা শুরু হয়। আরম্ভ করেন পডকাস্ট। যেখানে অতিথি হিসেবে হাজির হন সমাজের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্ব। এ আর রহমান থেকে অক্ষয় কুমার, নীতিন গড়কড়ি থেকে জন আব্রাহাম—কে নেই রণবীরের গেস্ট লিস্টে!
ইতিমধ্যে ‘বিয়ার বাইসেপ্সে’র অধীনেই রয়েছে ছোট-বড় মোট ৭টি চ্যানেল। সাবস্ক্রাইবার ১ কোটি ২০ লক্ষ। এখান থেকে প্রতি মাসে রেভিনিউ হিসেবে পান ৮ থেকে ১০ কোটি টাকা।
অনুরাগীদের মধ্যে বিপুল জনপ্রিয় রণবীর। তাই লাইফস্টাইল, ফিনান্স, ব্যবসা, ফিটনেস সংক্রান্ত বিভিন্ন সংস্থা তাঁকে ইতিমধ্যে প্রচারের মুখ করেছে। সেই চুক্তিগুলি থেকে মোটা অংকের টাকা পকেটে আসে। হিসেবমতো প্রতি মাসে ১৫-২০ লক্ষ টাকা স্রেফ এই চুক্তি থেকেই রোজগার করেন রণবীর। বিখ্যাত কিছু ব্র্যান্ডের সঙ্গে ইতিমধ্যে যুক্ত রয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে: জোম্যাটো, ইন্টেল, স্কিলশেয়ার, মাইপ্রোটিনের মতো দামি সংস্থা।
এর পাশাপাশি পডকাস্টের পরিসরেও সমান স্বচ্ছন্দ রণবীর। বলিউড, রাজনীতি কিংবা খেলাধুলোর দুনিয়ার নানান অতিথির সঙ্গে কথালাপ ছড়িয়ে দিন শুধু ইউটিউবে নয়, স্পটিফাই, অ্যাপেল পডকাস্টের মতো প্লাটফর্মেও। সেসব জায়গা থেকে উপার্জন করেন মোটামুটি ৫ থেকে ৭ লক্ষ টাকা।
ইতিমধ্যে নিজের উদ্যোগে একটি স্বতন্ত্র সংস্থা খুলেছেন তিনি। নাম ‘মনকি এন্টারটেইনমেন্ট’। যারা কন্টেন্ট মার্কেটিং ও ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গ যুক্ত। বিভিন্ন সংস্থা, ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সাররা যাতে সহজে কন্টেন্ট তৈরি করতে পারেন সেই বিষয়ে এরা দেখভাল করে থাকে। শুধুমাত্র পণ্য বিপণন নয়, শিক্ষাজগতের সঙ্গেও যুক্ত রয়েছেন রণবীর। ‘বিয়ারবাইসেপ্স স্কিলহাউজ’ এডুকেশনাল প্লাটফর্ম হিসেবে ইতিমধ্যে নাম কুড়িয়েছে। পাশপাশি ‘রাজ’ বলেও একটি গ্রুমিং ও লাইফস্টাইল ব্র্যান্ডের সূত্রপাত করেছেন তিনি। এই সমস্ত কারবার থেকে রণবীরের আয় মাসে ৫ থেকে ১০ লক্ষ টাকা।