শেষ আপডেট: 19th December 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট বা বরখাস্তের প্রস্তাব খারিজ করে দিলেন উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। বিরোধী জোট ইন্ডিয়ার অন্তত ৬০ জন সদস্য গত ১০ ডিসেম্বর ধনখড়ের অপসারণের দাবিতে একটি প্রস্তাব জমা দেন। হরিবংশ বৃহস্পতিবার প্রস্তাবটিকে সত্যের অপলাপ এবং জনপ্রিয়তা আদায়ের কৌশল বলে খারিজ করে দেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রস্তাব এর আগে বলেছিলেন, ইন্ডিয়া জোটের শরিক সব দলের কাছে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। এর প্রধান কারণ চেয়ারম্যান সভা পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত পক্ষপাতমূলক আচরণ করেন। এদিন অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, ইমপিচমেন্ট নোটিসটি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা এবং উপরাষ্ট্রপতিকে অপদস্থ করার জন্যই আনা হয়েছে।
ইমপিচমেন্ট খারিজের নির্দেশে বলা হয়েছে, যদি নোটিসের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে এটা খুব একটা সাধারণ দৃষ্টিতে আনা হয়নি। এতে মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ। কাকে উদ্দেশ করে লেখা, প্রস্তাবের মূল লিখন, এমনকী উপরাষ্ট্রপতির নামের বানানটিও ঠিকভাবে লেখা হয়নি। গোটা আবেদনের সব জায়গায় তাঁর নাম ভুল লেখা ছিল। আবেদনের সঙ্গে কোনও তথ্যপ্রমাণ কিংবা ভিডিও অ্যাটাচ করা ছিল না। যেসব খবরের কথা উল্লেখ করা হয়েছে, তার কোনওটিতেই সত্যতা প্রমাণের চেষ্টা নেই।