শেষ আপডেট: 18th January 2025 23:25
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহা কুম্ভ। গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। তাঁদের মধ্যে যেমন রয়েছেন সাধারণ ভক্তের দল, তেমনই রয়েছেন সাধু-সন্তরাও। এবার পুণ্যলাভের আশায় প্রয়াগরাজে পুণ্যস্নান করতে দেখা গেল দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে।
১২ বছরে একবার হয় প্রয়াগরাজে মহা কুম্ভ মেলা। এবার মহা কুম্ভে ৪৫ কোটির বেশি মানুষ হাজির হবেন বলে আশা করা হচ্ছে।
ধীরে ধীরে সেই তালিকা যে আরও দীর্ঘ হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রয়াগরাজের মহা কুম্ভে সাত কোটিরও বেশি মানুষ পুণ্যস্নান সেরেছেন বলে খবর।
শনিবার সকালে গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেন রাজনাথ। খালি গায়ে, সাদা ধুতি পরে এদিন স্নান সেরে সূর্যপ্রণাম করতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর নিরাপত্তা জোরদার করতে সকাল থেকেই তৎপর ছিলেন নিরাপত্তারক্ষীরা।
১৪৪ বছরের পুণ্যতিথির পর এবছর অনুষ্ঠিত হচ্ছে পবিত্র মহাকুম্ভ। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভ আয়োজনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা প্রাঙ্গন।
চলতি বছরের মহাকুম্ভকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যেমন বিজেপি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ, তার উপরে চলতি বছর মহাযোগ থাকার কারণে পুণ্যস্নান সেরে দেশের মানুষের গুডবুকে নাম তুলতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার সদস্যরা। সেই মতো এদিন সকাল সকাল পুণ্যস্নান সারলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। এছাড়াও এদিন অক্ষয় ভাট, পাতালপুরী মন্দির, সরস্বতী কুণ্ড এবং হনুমান মন্দিরে পুজো দেন রাজনাথ।