শেষ আপডেট: 28th January 2025 23:08
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে 'মহামণ্ডলেশ্বর' পদে আসীন হলেন রাজস্থানের আধ্যাত্মিক গুরু স্বামী হিতেশ্বরানন্দ সরস্বতী। মহাকুম্ভে মাঘের কৃষ্ণপক্ষের দ্বাদশীতে তাঁকে এই সম্মান জানানো হয়। 'শঙ্করাচার্যে'র পর সনাতন ধর্মে সবচেয়ে গৌরবজনক পদ বলে বিবেচিত হয় 'মহামণ্ডলেশ্বর।'
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মাঘের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি অত্যন্ত শুভ। তাই এই দিনেই রাজস্থানের আধ্যাত্মিক গুরুকে বিশেষ পদ প্রদান করা হল। শ্রী পঞ্চায়তী আখড়া ও মহানির্বাণ আখড়া কর্তৃক মহামণ্ডলেশ্বর পদ তাঁকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুধুমাত্র আধ্যাত্মিক মানুষজনকেই দেওয়া হয় এমন নয়, সমাজ কল্যাণে কাজ করে এমন মানুষজনকেও মহামণ্ডলেশ্বর দেওয়া হয়ে থাকে।
স্বামী হিতেশ্বরানন্দ সরস্বতী পালি জেলার চানোদ গ্রামে একটি শ্রীমালি ব্রাহ্মণ পরিবারে জন্মান। তাঁর মা হুলাসি দেবী কুম্ভলগড়ের কেলওড়ার বাসিন্দা ছিলেন। তিনি অনেক কম বয়সেই পার্থিব জীবনের সব আনন্দ থেকে সরে এসে আধ্যাত্মিক জীবনে অন্যরকমভাবে বাঁচা শুরু করেন। পরে ৫৫০ বছর পুরনো কাতাবালা মঠের পীঠাধীশ্বর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মহামণ্ডলেশ্বরের পদে উন্নীত হতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হয়। কী সেই শর্ত?
মহাকুম্ভতে তাঁকে যেভাবে সম্মান জানানো হল, তাতে খুশি তাঁর অনুগামীরা। উচ্ছ্বসিত মেওয়ারের বাসিন্দারাও।