শেষ আপডেট: 4th November 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের চিকিৎসা ব্যবস্থার কী দৈন্যদশা তা স্পষ্টভাবে বোঝা গেল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। হাসপাতালের এক কর্মীকে দেখা গেল ইউটিউব ভিডিও দেখে ইসিজি করতে! বারবার তাঁকে বারণ করা সত্ত্বেও ওই কর্মী কোনও কথা শোনেননি বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে।
দীপাবলির জন্য যোধপুরের পাওটার স্যাটেলাইট হাসপাতালে অনেক স্টাফ ছুটিতে ছিলেন। তাই ইসিজি করার সময়ে প্রশিক্ষিত কোনও কর্মী পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে রোগীর পরিবার। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের অন্য এক কর্মী ফোনে একটি ভিডিও দেখতে দেখতে ওই রোগীর ইসিজি করছেন। ভিডিওতে তাঁকে এইভাবে ইসিজি করতে বারণ করতেও শোনা যায়। কিন্তু ওই কর্মী কোনও বারণ শোনেননি।
রোগীর পরিবারের দাবি, প্রশিক্ষিত কর্মীর অভাব থাকায় তাঁরা অপেক্ষা করতে চেয়েছিলেন। বারংবার সঠিক লোক ডেকে আনার আর্জিও জানিয়েছিলেন। কিন্তু ওই কর্মী কোনও অনুরোধ না শুনে নিজেই ইসিজি করে গেছেন। রোগীর পরিবার এও অভিযোগ করেছে, কর্মীর তো অভাব ছিলই, একজন ডাক্তারকেও তাঁরা পাননি। স্বাভাবিকভাবেই তাঁরা হাসপাতাল পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।
হাসপাতালের নার্সিং স্টাফের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছে রোগীর পরিজনদের একাংশ। তাঁরা মনে করছেন, একসঙ্গে প্রায় সব কর্মীকে ছুটি দিয়ে দেওয়ার কারণ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে এই হাসপাতাল লাগোয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ বিএস যোদ্ধা জানিয়েছেন, গোটা বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তদন্ত শুরু হয়েছে। দোষীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না।