শেষ আপডেট: 11th March 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: আইন কড়া হলেও দেশে ধর্ষণের ঘটনা কমছে না। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন রাজ্যের নানা প্রান্ত থেকে ধর্ষণের খবর আসে। অভিযুক্তরা অনেক ক্ষেত্রে গ্রেফতার হন না। আবার গ্রেফতার হলেও কঠোর শাস্তি পান না বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজস্থানের (Rajasthan) রাজ্যপাল (Governor) হরিভাউ বাগাড়ে (Haribhau Bagade)। কীভাবে ধর্ষকদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যেতে পারে, তার উপায় বাতলে দিলেন তিনি।
হয় ধর্ষকদের পিটিয়ে মারো, নাহলে কুকুরের মতো নপুংসক করে দাও! হরিভাউ এমনই নিদান দিলেন। ভরতপুর বার কাউন্সিলের একটি সভায় যোগ দিয়েছিলেন রাজ্যপাল। নিজের ভাষণে তিনি বলেন, ''একাধিক কড়া আইন এবং শাস্তির নিদান থাকলেও দেশে ধর্ষণের ঘটনা কমছে না। আসলে দোষীদের মনে ভয়টাই নেই। তাদের মনে ভয় ঢোকাতে হবে। ধর্ষণে অভিযুক্ত কারও দোষ প্রমাণ হলে তাঁকে পিটিয়ে মারা উচিত। শুধু তাই নয়, কুকুরের মতো নপুংসক করে দেওয়া উচিত।''
কুকুরদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য পুরসভা উদ্যোগ নেয়। সেভাবেই ধর্ষকদের 'চিকিৎসা' করা উচিত বলে মন্তব্য করেন রাজস্থানের রাজ্যপাল। অনেক সময়ই দেখা যায়, দিনের আলোয়, প্রকাশ্য রাস্তায় কোনও মহিলাকে হেনস্থা করা হচ্ছে। অথচ কেউই তাঁকে সাহায্য করতে আসেন না, বরং ভিডিও তোলেন। হরিভাউ এই ধরনের মানুষের বিরুদ্ধেও ক্ষোভ উগরেছেন। তাঁর মতে, এদের বিরুদ্ধেও পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা পরোক্ষে অপরাধ হতে দিচ্ছেন।
তাঁর কথায়, সাধারণ মানুষ ভয় পান এটা ঠিক। কিন্তু একজোট হয়ে অপরাধের বিরুদ্ধে লড়তে হবে। হেনস্থার ছবি, ভিডিও তুলে তারা যে আদতে অপরাধ-ই করছেন, তা বোঝানোর চেষ্টা করেন হরিভাউ। রাজ্যপাল এই মন্তব্য এমন সময় করলেন যখন রাজ্যের দক্ষিণাংশে ধর্ষণে অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করার বিরোধিতা করে প্রতিবাদ করা হচ্ছে। বিজয়নগরে পাঁচজন নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই ১১ জনের বিরুদ্ধে।