শেষ আপডেট: 5th July 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের সুবিধার্থে আরও ১০ হাজার নন-এসি কোচ তৈরি করছে রেল। এছাড়াও মালবহনের জন্য আরও ৫ হাজার ৩০০টি কোচ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে ভারতীয় রেলের। প্রায় প্রতিদিনই বাড়ছে যাত্রীদের সংখ্যা। একইভাবে পণ্য পরিবহনের জন্যও অতিরিক্ত মালগাড়ি তৈরির দাবি রয়েছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে এই ১৫ হাজার ৩০০ নতুন কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন রেলের এক শীর্ষ কর্তা।
ওই পদস্থ কর্তা আরও জানিয়েছেন, চলতি আর্থিক বছরে যাত্রীদের জন্য ৪ হাজার ৪৮৫টি কোচ তৈরি করা হবে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে।
এর মধ্যে ২ হাজার ৬০৫টি কোচ তৈরি করা হবে অমৃত ভারতের সাধারণ কোচের আদলে। বাকিগুলির মধ্যে ১ হাজার ৪৭০টি নন-এসি স্লিপার কোচ এবং ৩২৩টি এসএলআর (সিটিং-কাম-লাগেজ রেক) কোচ তৈরি করা হবে। এছাড়াও ৩২টি উচ্চ-ক্ষমতার পার্সেল ভ্যান এবং ৫৫টি প্যান্ট্রি কার তৈরি করা হচ্ছে, যা যাত্রীদের বিভিন্ন চাহিদা মেটাতে এবং লজিস্টিক প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করবে।
একইভাবে আগামী অর্থ বর্ষে আরও ৫ হাজার ৪৪৪টি কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭১০টি অমৃত ভারতের সাধারণ কোচের আদলে তৈরি করা হবে। এর মধ্যে ১ হাজার ৯১০ টি নন-এসি স্লিপার কোচ এবং ৫১৪টি এসএলআর কোচ তৈরি করা হবে।