শেষ আপডেট: 14th February 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে ফের ওড়িশা থেকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল বিজেপি। ওড়িশায় শূন্য হওয়া তৃতীয় আসনটিতে বুধবার মনোনয়নপত্র পেশ করবেন রেলমন্ত্রী।
যদিও ওই আসনে জয়ী হতে প্রয়োজনীয় ভোট নেই বিজেপির ঝুলিতে। মোট ৩৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ওই আসনে জয় হাসিল করতে। বিজেপির বিধায়ক সংখ্যা ২২।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল রেলমন্ত্রীকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি-বিজেডি নেতাদের মধ্যে এই বিষয়ে আলোচনা চলছিল। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নবীনের ফোনে কথা হয়।
রাজস্থানের বাসিন্দা অশ্বিনী আগের বারও ওড়িশা থেকেই রাজ্যসভায় গিয়েছিলেন। তবে এবার সিদ্ধান্ত দীর্ঘ সময় ঝুলে ছিল। ফলে কোন শর্তে মোদী-শাহের সঙ্গে নবীনের বোঝাপড়া হল তা নিয়ে জল্পনা আছে। এমনিতে সংসদে নবীনের দল বরাবর বিজেপির পাশে থেকেছে। এবার অশ্বিনীকে নিয়ে আলোচনা কাঙ্খিত গতি পাচ্ছিল না। নবীনের দলের অভিযোগ, ওড়িশার রেল প্রকল্পগুলি রূপায়ণে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না রেল মন্ত্রক। মনে করা হচ্ছে, এই ব্যাপারে দু’পক্ষের মধ্যে কোনও বোঝাপড়া হয়েছে।