শেষ আপডেট: 9th March 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেন (Train) থেকে নামতে গিয়ে আচমকাই ঘটে যায় বিপত্তি! বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি এক মহিলা যাত্রীকে (Woman Passenger) বাঁচিয়ে রীতিমতো প্রশংসা কুড়ল রেল পুলিশ (RPF)। মুম্বাইয়ের বোরিভালি স্টেশনের ঘটনা। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আরপিএফ সাহায্যের জন্য এগিয়ে না এলে বড়সড় অঘটন ঘটে যেতেই পারত।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন আরপিএফ ট্রেন থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া এক মহিলা যাত্রীর জীবন বাঁচাচ্ছেন। রবিবার রেল মন্ত্রণালয়ের শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুম্বাইয়ের বোরিভালি স্টেশনে ট্রেন থেকে নামার চেষ্টা করছেন ওই মহিলা যাত্রী। কিন্তু আচমকাই তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝখানে ফাঁকা জায়গায় পড়ে যান এবং আটকে পড়েন।
অনেক চেষ্টা করলেও সেখান থেকে কিছুতেই উঠে আসতে পারছিলেন না। এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা রেলওয়ে কর্মীরা দ্রুত মহিলাকে উদ্ধারের জন্য ছুটে যান এবং তাঁকে টেনে বের করেন বলে খবর।
महाराष्ट्र के बोरीवली रेलवे स्टेशन पर एक महिला चलती ट्रेन से उतरते समय असंतुलित होकर गिर पड़ी। वहां मौजूद रेलवे सुरक्षाकर्मी ने तत्परता दिखाते हुए उसे बचा लिया।
— Ministry of Railways (@RailMinIndia) March 9, 2025
कृपया चलती ट्रेन से चढ़ने या उतरने की कोशिश न करें।#MissionJeevanRaksha pic.twitter.com/6R8FALdD0d
যদিও বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফেও। সমস্ত যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে, দয়া করে কোন যাত্রীই যেন চলন্ত ট্রেনে ওঠার বা নামার চেষ্টা না করেন। ভিডিও ছড়িয়ে পড়তেই রেল পুলিশের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই আরপিএফ কর্মীকে শুভেচ্ছায় ভরিয়েছেন এবং জানিয়েছেন যাত্রীদের সাহায্য করার জন্য দ্রুত যেন তাঁকে পুরস্কৃত করা হয়।
আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "দারুণ কাজ।" তবে পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, এই ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনগুলিতে স্বয়ংক্রিয় দরজা বসানো হোক। তবে শেষমেশ পরিস্থিতি সামাল দেওয়ায় খুশি সকলেই।