শেষ আপডেট: 30th July 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক রেল দুর্ঘটনার জেরে 'রেল যাত্রাকে যম যাত্রা'র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন রেলযাত্রীদের অনেকে। সোমবার গভীর রাতে ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনার জেরে আবারও প্রশ্নের মুখে রেল। গত ৬ সপ্তাহে একের পর এক ট্রেন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু এবং শতাধিকের জখম হওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গতবছর ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ২৯০ জনের মৃত্যু হয়েছিল।
এমন পরিস্থিতিতে রেলের পরিষেবা এবং যাত্রী সুরক্ষা নিয়ে যখন দেশ জুড়ে প্রশ্ন উঠছে ঠিক তখনই বড় দাবি করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দাবি, কংগ্রেস জমানার তুলনায় তাঁর জমানায় রেলের বাজেট ৮ গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। দিল্লির বিজ্ঞান ভবনে বাজেট সংক্রান্ত একটি অনুষ্ঠানে একথা বলেন মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, "আগের সরকারের ১০ বছরের তুলনায় আমরা রেলের বাজেট ৮ গুণ বাড়িয়েছি।" শুধু রেল নয়, সরকারের সাধারণ বাজেট থেকে প্রতিটি খাতে বরাদ্দও আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে।"
মোদীর এহেন দাবি সামনে আসতেই ফের প্রশ্ন উঠেছে, যদি বরাদ্দ বৃদ্ধি হয়েই থাকে তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে? কেন বারে বারে রেল দুর্ঘটনা ঘটছে?
প্রসঙ্গত, রেল দুর্ঘটনা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, "রেল কর্তৃপক্ষ কী করছে? ভারত সরকার কী করছে? সবার আগে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একথাটা সরকার কবে বুঝবে?"
গত বছর খানেকের মধ্যে বেশ কয়েকটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর প্রতিবারই রেলের তরফে একটি যন্ত্র তথা প্রযুক্তির কথা বলা হয়েছে। তার নাম ‘কবচ’। যে যন্ত্র দুটি ট্রেনের মুখোমুখি সংঘাত বা পিছন থেকে এসে ধাক্কা মারার মতো ঘটনা রুখে দেবে। ওই কবচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। অতীতে রেলমন্ত্রী থাকার সময়ে অ্যান্টি কলিউশন ডিভাইস লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। "সেই ডিভাইস কোথায় গেল?" তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। তারই মাঝে মোদীর রেল বাজেট বৃদ্ধির দাবি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, নজর ঘোরাতেই এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী।
যদিও এদিনের অনুষ্ঠানে মোদী উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, "গত ১০ বছরে প্রতিটি ক্ষেত্রে আমরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছি তা আর বেশি মানুষের মধ্যে আলোচনা হওয়া জরুরি।" এ কাজে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।