শেষ আপডেট: 6th March 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ সি পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা বাতিল করে দিল ভারতীয় রেলওয়ে বোর্ড (Railway Board cancels Group C recruitments)।
সংবাদ সংস্থা সূত্রের খবর, অনিয়মের অভিযোগে ওই নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। এও জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না করা পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবেন না রেলের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজাররা।
সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। যে কারণে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতারও করা হয়। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। তারপরেই ৪ মার্চের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের কথা জানিয়েছে রেল বোর্ড। স্বভাবতই রেলের এই পদক্ষেপকে অনেকেই দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।
বস্তুত, ওই ঘটনার পরই রেলের সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষার দায়িত্বভারও রেলওয়ে নিয়োগ বোর্ড (আরআরবি) এর হাতে স্থানান্তর করা হয়েছে। তারপরই রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সির পদে সমস্ত নিয়োগ বাতিল করার কথা জানানো হল। যার ফলে চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেই হতাশ। তবে রেলের তরফে জানানো হয়েছে, সব কিছু ঠিক হওয়ার পর ফের নিয়োগ সংক্রান্ত চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে।