শেষ আপডেট: 30th July 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল! হাওড়া থেকে মুম্বই যাওয়ার হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ১৮টি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ চক্রধরপুরের রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা। অন্তত দু'জন মারা গেছেন। আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর এখনও পর্যন্ত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, এর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) এক্সপ্রেস বা হাওড়া-মুম্বই মেল ভায়া নাগপুর। অপর একটি সূত্রের খবর, ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা মেরেছে।
দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের সিনিয়র ডিসিএম জানিয়েছেন, জোরকদমে চলছে উদ্ধারকাজ। ঠিক কতজন যাত্রী আহত হয়েছে তা এখনও জানা যায়নি।
झारखंड के जमशेदपुर में हावड़ा-मुंबई एक्सप्रेस की 5 बोगियां पटरी से उतरीं!
— Humara Bihar (@HumaraBihar) July 30, 2024
•डिब्बे दूसरे ट्रैक पर खड़ी मालगाड़ी से टकराए, 12 से ज्यादा लोग घायल।#TrainAccident #Jharkhand #Jamshedpur #HawdaMumbaiExpress pic.twitter.com/fLGtTm1g0k
যাত্রীরা বলছেন, ট্রেনটি টাটানগর থেকে ছেড়ে আসার পরে বাদাবোম্বো পার হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। প্রসঙ্গত, গত ২ মাসে এই নিয়ে ৩ বার ট্রেন দুর্ঘটনা ঘটল।
রেল সূত্রের খবর, চক্রধরপুর থেকে ইতিমধ্যেই রিলিফ ট্রেন রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় গ্রামবাসীরা হাত লাগিয়েছেন যাত্রীদের বাঁচাতে। উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিমও।
দুর্ঘটনার খবর জানার পরেই বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রকে আক্রমণ করেন। ঘটনায় দুঃখপ্রকাশ করে মতদের পরিবারকে শ্রদ্ধা জানান তিনি। সেই সঙ্গে প্রশ্ন তোলেন সরকারি উদাসীনতা নিয়ে। তিনি লেখেন, 'এটাই কি সরকার চালানোর নমুনা? ...প্রতি সপ্তাহে এই দুঃস্বপ্ন, রেললাইনে এই মৃত্যুমিছিল— কত দিন আর সহ্য করব? সরকারের উদাসীনতা কি শেষ হবে না?'
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
এই রেল দুর্ঘটনার ফলে দক্ষিণ পূর্ব রেল হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আজ সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া কাঁটাভাজি ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দুটো ট্রেনই বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আমেদাবাদ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে হাওড়া স্টেশনে আসার ফলে কমপক্ষে ছ'সাত ঘন্টা দেরিতে ঢুকবে।
হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, নম্বর: 033-26382217 এবং 94333-57920. এছাড়াও রেলপুলিশের স্পেশ্যাল কন্ট্রোল রুমের নম্বর: 03326413096, 03326414217, 03326413256, 033 26413508, 03326420667.
ঝাড়খণ্ডের রেলদুর্ঘটনা: হেল্পলাইন
— West Bengal Police (@WBPolice) July 30, 2024
আজ ভোরের দিকে ঝাড়খণ্ডে মুম্বই-হাওড়া মেলে দুর্ঘটনা ঘটেছে। সেই সংক্রান্ত হেল্পলাইন চালু হয়েছে হাওড়া, শিয়ালদা এবং খড়গপুর জিআরপি-তে। অনুরোধ, শেয়ার করুন। pic.twitter.com/MFCDDsVmoD