শেষ আপডেট: 9th October 2024 09:43
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় বিজেপির টানা তিনবার ক্ষমতা ধরে রাখা এবং কংগ্রেসের অপ্রত্যাশিত পরাজয় নিয়ে হাত শিবিরের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাহুল গান্ধী লোকসভা ভোটের আগে থেকে কাস্ট সেন্সাস বা জাত গণনার দাবিতে সরব। লোকসভা নির্বাচনে এই ইস্যুতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের বহু শরিক উপকৃত হয়েছে। হরিয়ানা বিধানসভার ভোটেও সেই অস্ত্রই প্রয়োগ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
মঙ্গলবার হরিয়ানা বিধানসভা ভোটের ফল থেকে স্পষ্ট রাহুলের ইস্যু কাজ করেনি। ওই রাজ্যে জাট সম্প্রদায় এবং দলিতরা জোটবদ্ধ হয়ে কংগ্রেসকে ভোট দিলেও বিজেপি বাজিমাত করেছে অন্য সম্প্রদায়গুলিকে একজোট করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভায় বলেছেন, রাহুল গান্ধী বিভিন্ন জাতের মধ্যে লড়াই বাঁধাতে চাইছেন।
রাহুলের ঘোষণা হল জাত সমীক্ষা করে প্রত্যেক সম্প্রদায়কে জনসংখ্যার ভিত্তিতে সুবিধা দেওয়া হোক। অন্যদিকে, বিজেপি জাত ঐক্যের কথা বলে হরিয়ানায় জাট ও দলিতদের বাইরে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে প্রভাব গড়ে তোলে।
কংগ্রেস নেতৃত্বকে এবার ভাবতে হচ্ছে, আগামী মাসে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটে তারা কী অবস্থান নেবে। ওই দুই রাজ্যেই জাত সমীকরণ ভোটে বড় ধরনের প্রভাব ফেলে।
এদিকে, হরিয়ানার ফলাফলে চিন্তায় পড়েছে কর্নাটকের কংগ্রেস সরকারও। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অক্টোবরেই কাস্ট সেন্সাস নিয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে ঠিক আছে। ২০১৫ সালে রাজ্যে অর্থনৈতিক ও সামাজিক দিকগুলি নিয়ে নমুনা সমীক্ষা করা হয়েছিল আগামী ১৮ অক্টোবর সেটি মন্ত্রিসভার বৈঠকে পেশ করার কথা। ২০১৫ সালে মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়াই। পরে তিনি হেরে গেলে রিপোর্টটি আর সরকারিভাবে পেশ করা হয়নি। নতুন করে জাতি গণনার সিদ্ধান্ত ঘোষণার আগে ওই রিপোর্টটি পেশ করতে চান সিদ্দারামাইয়া।
কিন্তু হরিয়ানায় কংগ্রেস তথা রাহুলের কাস্ট সেন্সাস ইস্যু যেভাবে ধাক্কা খেয়েছে তাতে দল এখন নিশ্চিত নয় এই অস্ত্র আগামী দিনে কতটা কাজে আসবে। কর্নাটকের মন্ত্রী তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পুত্র প্রিয়ঙ্ক খাড়্গে বলেছেন, আমরা হরিয়ানার ফলাফল বিশ্লেষণ করে দেখছি। এখনই বলা যাবে না যে কাস্ট সেন্সাস স্থগিত থাকবে।
কর্নাটকের কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ হরিয়ানায় দলের ভোট প্রচারের দায়িত্বে ছিলেন। তাঁর বক্তব্য, হরিয়ানায় জাট বনাম অন্য জাতের মেরুকরণের ভোট হয়েছে। যা কংগ্রেসের জন্য দুর্ভাগ্যের কারণ হয়েছে ভোটের বাক্সে। তবে তাঁর মতে, হরিয়ানার ফল দেখে কংগ্রেস এবং কর্নাটক সরকারের কাস্ট সেন্সাসের ঘোষণা থেকে পিছিয়ে যাওয়া ঠিক হবে না। একটা রাজ্যের ভোটের ফল দিয়ে সব বিচার করা যায় না। লোকসভা ভোটেই তো কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি কাস্ট সেন্সাসকে হাতিয়ার করে উপকৃত হয়েছে।