শেষ আপডেট: 21 November 2023 21:21
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে হারের যন্ত্রণা এখনও ভুলতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। শুধু ভারতীয় ক্রিকেটাররা নন, ১৪০ কোটি মানুষকে সেই হারের ব্যথা কুড়ে কুড়ে খাচ্ছে। কেন ভারতের হার হল, সেই নিয়ে অনেকে অনেক তত্ত্ব দিচ্ছেন। কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের হারের জন্য নাম না করে মোদীকে 'অপয়া' বলে কটাক্ষ করে বসলেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে।
It's official now. ???? #Panautipic.twitter.com/4HoDvsOye2
— Rofl Gandhi 2.0 ???? (@RoflGandhi_) November 21, 2023
রবিবার আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। ১২ বছর পর ফের একবার বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়তে গেছে ভারতীয় ক্রিকেটারদের।
এই ম্যাচ দেখতে গ্যালারিতে যেমন উপস্থিত ছিলেন বিনোদন জগতের মানুষেরা, তেমনই ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ম্যাচের প্রায় শেষের দিকে স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ছিলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরই তিনি ভারতীয় ড্রেসিংরুমে যান। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সান্ত্বনা দেন। বুকে টেনে নেন মহম্মদ শামিকে।
তবে মঙ্গলবার রাজস্থানের জালোরে ভোট প্রচারে গিয়ে বিশ্বকাপে ভারতের হার নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে রাহুল গান্ধী হাসতে হাসতে বলেন, 'আমাদের ছেলেরা প্রায় বিশ্বকাপ জিতে যাচ্ছিল, কিন্তু ওখানে অপয়া গিয়ে হারিয়ে দিয়েছে।' তাঁর কথা শেষ হতেই হাসি ও হাততালিতে ফেটে পড়ে জনসভায় উপস্থিত মানুষ।
রাহুলের এই মন্তব্যের পরই তা হাতিয়ার করে আসরে নামে বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ রাহুলের শব্দচয়ন নিয়ে সোচ্চার হন। তিনি প্রশ্ন তোলেন, 'রাহুল গান্ধী ভুল শব্দ বেছে নিয়েছেন, কী হল তাঁর?' এখানেই থেমে থাকেননি তিনি। বিজেপি সাংসদ এও বলেন, রাহুলের মন্তব্যের তীব্র নিন্দা করছে তাঁর দল। অবিলম্বে রাহুলকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন রবি শঙ্কর প্রসাদ।