শেষ আপডেট: 3rd February 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগে 'ইন্ডিয়া' জোটের দুই শরিক দলের সংঘাত আরও তীব্র হল। আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। কারণ এবার অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নিশানা করেছেন রাহুল গান্ধী। ইস্যু সেই যমুনা নদীর জল।
বিজেপি শুরু থেকেই এই ইস্যুতে আম আদমি পার্টিকে খোঁচা দিয়ে আসছে। যমুনা নদীর জল কার্যত বিষে পরিণত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকী কেজরিওয়ালকে কটাক্ষ করে তাঁর একটি বড় পোস্টার নদীর জলে চুবিয়েছিল বিজেপি। এবার সেই একই বিষয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নিশানায় চলে এলেন আম আদমি পার্টি সুপ্রিমো। যমুনা নদীর জল খেতে তাঁকে চ্যালেঞ্জ করেছেন রাহুল।
দিল্লির এক জনসভা থেকে রাহুল গান্ধী মন্তব্য করেন, ''অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন নতুন রাজনৈতিক সিস্টেম আনবেন। এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ৫ বছরের মধ্যে যমুনার জল পরিষ্কার করে দেবেন। কিন্তু এখনও তা নোংরা এবং বিষাক্ত হয়ে আছে। আমি তাঁকে বলব ওই জল একটু খেয়ে দেখতে, তারপর তাঁকে হাসপাতালেও দেখতে যাব আমরা...''। কংগ্রেস নেতার এও বক্তব্য, দুর্নীতি নির্মূল করার কথা বলে এখন তারই মধ্যমণি হয়ে উঠেছেন কেজরিওয়াল।
एक तरफ़ दिल्ली के ग़रीब लोग गंदा पानी पीने को मजबूर हैं।
— Rahul Gandhi (@RahulGandhi) February 2, 2025
दूसरी तरफ़ झूठे वादे करके सत्ता में आए केजरीवाल जी शीश महल में बैठकर अपनी टीम के साथ करोड़ों का भ्रष्टाचार करते हैं। pic.twitter.com/Cjdolt71Vg
এখানেই শেষ নয়। অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, কেজরিওয়ালের সঙ্গে মোদীর সেই অর্থে কোনও পার্থক্য নেই। শুধুমাত্র মোদী প্রকাশ্যে কথা বলেন, আর কেজরিওয়াল শান্ত থাকেন। কিন্তু দরকারে কাউকেই সামনে পাওয়া যায় না।
কেজরিওয়ালের সঙ্গে রাহুল আক্রমণ করেছেন তাঁর দলের কিছু সদস্যকেও। তাঁদের মধ্যে রয়েছেন অতিশী, মণীশ সিসোদিয়া, রাঘব চড্ডারা। রাহুলের কথায়, ''এঁদের নিয়ে মোট ৯ জন কেজরিওয়ালের মূল দল। কতজন দলিত, ওবিসি বা মুসলিম সম্প্রদায়ের লোক আছেন এই দলে? তাই কোনও গন্ডগোল বাঁধলেই এঁদের কাউকে পাওয়া যায় না।'' তোপ রাহুলের।