শেষ আপডেট: 29th January 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজের বুধবারের ঘটনা নিয়ে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারকে চেপে ধরেছে কংগ্রেস। বুধবার সকালে প্রয়াগরাজের মহাকুম্ভে শাহি স্নানে ভিড়ে পদপৃষ্ঠ হয়ে বহু পূণ্যার্থী নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অনেক। যদিও বুধবার বিকাল পর্যন্ত সরকারিভাবে হতাহতের সরকারি পরিসংখ্যান প্রশাসন জানায়নি।
সকালেই রাহুল গান্ধী ওই ঘটনা নিয়ে সরকারকে আক্রমণ করে বলেন, ভিআইপি কালচার এই ঘটনায় প্রধান কারণ। প্রশাসন ভিভিআইপিদের জায়গা করে দিতে ব্যস্ত থাকে। সাধারণ পূর্ণ্যার্থীদের কথা ভাবে না।
একই কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, প্রশাসনের আরও সতর্ক হওয়ার দরকার ছিল। প্রবীণ কংগ্রেস নেতা পবন খেড়ার বক্তব্য, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিরা প্রয়াগরাজ যাওয়া স্থগিত রাখুন।
এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে, রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা কি মহাকুম্ভ স্নানের পরিকল্পনা বাতিল করবেন?
১ ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার কথা। ৫ ফেব্রুয়ারি যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আপাতত ঠিক আছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজ যাবেন ১০ ফেব্রুয়ারি। তাঁদের সফরের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা ছাড়াও রাষ্ট্রপতির রাষ্ট্রীয় প্রোটোকল আছে। তারজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়।
প্রধানমন্ত্রী মোদী বুধবারের ঘটনা নিয়ে দফায় দফায় কথা বলেছেন উত্তর প্রদেশ সরকারের কর্তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে প্রধানমন্ত্রীর চারবার ফোনে কথা হয়। এতবড় দুর্ঘটনার পর তিনি নিজে যাবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সোমবার প্রয়াগে স্নান করেছেন। তাঁর জন্যও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল প্রশাসনকে। বুধবার ছিল মৌনি অমাবস্যার স্নান। ফের শাহি স্নান আছে ৩ ফেব্রুয়ারি। ওই দিন বসন্তপঞ্চমীর স্নান আছে। এরপর ২১ ও ২৬ ফেব্রুয়ারি যথাক্রমে মাঘী পূর্ণিমা এবং মহা শিবরাত্রির শাহি স্নান আছে। ওই দিনগুলির ভিড় নিয়ন্ত্রণও বাড়তি চিন্তা প্রশাসনের।