শেষ আপডেট: 9th October 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরদিন বুধবার মহাষষ্ঠীর দিন সকালে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন লোকসভার বিরোধী দলনেতা এক এক্সবার্তায় জম্মু-কাশ্মীর ও হরিয়ানা ভোটের ফলাফল নিয়ে নীরবতা ভঙ্গ করেন। তিনি লিখেছেন, কেন্দ্রশাসিত অঞ্চলে আদতে সংবিধানের জয় হয়েছে। তবে হরিয়ানা ভোটের অপ্রত্যাশিত ফলাফল নিয়ে দলের অভ্যন্তরে ময়নাতদন্ত করে খতিয়ে দেখা হবে।
কাশ্মীরে সংবিধানের জয় হলেও কংগ্রেস সাংসদের মনে হরিয়ানায় ভোটযন্ত্র কারচুপির দাগ কেটে বসে রয়েছে। তেমন স্পষ্টভাবে না বললেও রাহুল বলেন, হরিয়ানার বহু জায়গা থেকে ইভিএমে কারচুপির অভিযোগ এসেছে, তা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবে দল।
রাহুল জম্মু-কাশ্মীরের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর মতে, এখানে ইন্ডিয়া জোটের জয়ের অর্থ হল গণতন্ত্রের প্রতি মানুষের আত্মসম্মানবোধের জয়। সব মিলিয়ে সংবিধানের জয়। তবে হরিয়ানার কেন আমরা অপ্রত্যাশিতভাবে হারলাম তা দলীয় স্তরে পর্যালোচনা করে দেখা হবে, বার্তায় জানিয়েছেন রাহুল। হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের যেসব মানুষ কংগ্রেসের বোতাম টিপেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে রাহুলের দাবি, আমরা আপনাদের দাবিগুলিকে তুলে ধরার কাজ চালিয়ে যাব। দলের যেসব কর্মী অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম চালিয়ে গিয়েছেন, তাঁদেরও অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন।