শেষ আপডেট: 29th January 2025 11:09
দ্য ওয়াল ব্যুরে: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে কাঠগড়ায় তুললেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য, কুম্ভ স্নানে পুণ্যার্থীর তুলনায় ভিআইপিদের দিকে প্রশাসনের নজর বেশি।
প্রয়াগরাজের কুম্ভ মেলা প্রাঙ্গনে এর আগে আগুন লেগেছিল। ভিড়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়শই ঘটছে। বুধবার ভোরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত জনা কুড়ি মানুষ নিহত হয়েছেন। আহত বহু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে ঘটনার খোঁজ খবর নেন। কয়েকদিন পর প্রধানমন্ত্রী মোদীরও প্রয়াগরাজের গঙ্গায় ডুব দেওয়ার কথা।
গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুম্ভ স্নান করেছেন। তাঁর জন্য নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছিল।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সেদিনই তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিজেপি নেতাদের। বলেছিলেন, গঙ্গায় ডুব দিয়ে দেশের দারিদ্র্য মোচন সম্ভব নয়।
পাল্টা বিজেপি কংগ্রেসকে হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগ করে। কংগ্রেসের প্রথম ও দ্বিতীয় সারির কোনও নেতা এখনও প্রয়াগরাজ যায়নি। গত সোমবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মহাকুম্ভ উপলক্ষে স্নান করেছেন প্রয়াগরাজের গঙ্গায়।
রাহুল গান্ধীর বক্তব্য, ধর্মস্থানে ভিআইপি কালচারের অবসান হওয়া দরকার। এখনও কুম্ভ স্থানের অনেক দিন বাকি আছে। প্রশাসনের উচিত হবে আগে সাধারণ পুণ্যার্থীদের স্নানের সুযোগ করে দেওয়া।