শেষ আপডেট: 28th March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধী চললেন আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম মার্কিন সফর বিরোধী দলনেতার। ১৯ এপ্রিল থেকে তাঁর সফর শুরু হচ্ছে। রাহুল বস্টনে অনাবাসী ভারতীয় এবং ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। এদিকে, আগামী মাসের গোড়ার দিকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন ব্যাঙ্কক ও শ্রীলঙ্কা। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত ও চিনা টক্করের আবহে তাঁর এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাহুল তিনদিনের সফরে আমেরিকার ডালাসে গিয়েছিলেন। সেখানে তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং অনাবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেছিলেন। ডালাস থেকে রাহুল গিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-অধ্যাপকদের সামনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
মোদীর ব্যাঙ্কক যাত্রার উদ্দেশ্য হচ্ছে ষষ্ঠ BIMSTEC সম্মেলনে যোগ দেওয়া। থাইল্যান্ডের সভাপতিত্বে এই সম্মেলন হবে ৩-৪ এপ্রিল। সেখান থেকে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফরে আসবেন ৪-৬ এপ্রিল। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এনিয়ে প্রধানমন্ত্রী মোদীর তৃতীয়বার থাইল্যান্ড সফর হতে চলেছে। সম্মেলনের বাইরে ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন মোদী। সেখানে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও হতে পারে। কারণ সামুদ্রিক প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক মজবুত থাকলে নৌ নিরাপত্তা নিয়েও ভারত চিনের থেকে খানিকটা আশ্বস্ত থাকতে পারে।