শেষ আপডেট: 6th December 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নাকি ভারতীয় নন। দাবও বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামীর। দাবিটি নতুন নয়৷ শুক্রবার দিল্লি হাই কোর্ট এই মামলায় ভারত সরকারের বক্তব্য জানতে চেয়েছে।
স্বামীর করা মামলাটি নতুন নয়। সম্প্রতি এলাহাবাদ হাই কোর্টের এক আইনজীবীও রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে ওই আদালতে মামলা করেন।
ছাত্রাবস্থায় রাহুল বেশ কয়েক বছর লন্ডনে ছিলেন।পড়াশুনো শেষ করে কিছুদিন তিনি চাকরিরও করেছেন সে দেশে। স্বামীর বক্তব্য তখনই ভারতের নাগরিকত্ব ত্যাগ করেন কংগ্রেস নেতা।
ওয়াকিবহলের খবর এই ব্যাপারে সত্যতা যাচাই জন্য ব্রিটিশ সরকারের কাছে জানতে চাইলেই রাহুল সে দেশের নাগরিক কিনা জানিয়ে দিত। বিজেপি নেতা সুব্রহ্মণ্যমের অন্য কোনও উদ্দেশ্য থেকে থাকতে পারে।
বিজেপি নেতা স্বামী এর আগে সনিয়া গান্ধীর বিরুদ্ধে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলে আদালতে গিয়েছিলেন। দাবি করেন সনিয় বিদেশিনি।।তিনি ইতালির নাগরিক। সেই মামলা অবশ্য আদালত পরে খারিজ করে দেয়।
স্বামীর করা একটি মামলায় রাহুল ও সনিয়া গান্ধীর অভিযুক্তের তালিকায় নাম আচ্ছে৷ দু'জনকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। বিজেপি নেতার অভিযোগ কংগ্রেসের অধুনা বন্ধ মুখপত্র ন্যাশনাল হেরান্ডের সম্পত্তি বিক্রির টাকা আত্মসাৎ করেছেন সনিয়া, রাহুলরা।