Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চোকার্স বদনাম এবার কি ঘুচবে? গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টে কিন্তু দাপট দেখিয়েছে প্রোটিয়ারামেয়ের আকাশ ছোঁয়ার স্বপ্ন অধরাই, বিমান দুর্ঘটনায় অথৈ জলে গুজরাতের শ্রমজীবী পরিবারবিবাহিত মানেই বঞ্চিত? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, কোন মামলাSeat 11A: দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই বেঁচে ফেরায় অদ্ভুত মিল! নেপথ্যে সেই ‘মিরাকল সিট’বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া
Rahul Gandhi-Operation Sindoor

অপারেশন সিঁদুর নিয়ে রাহুলের তোপ, বায়ুসেনার কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে?

অপারেশন সিঁদুর নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

অপারেশন সিঁদুর নিয়ে রাহুলের তোপ, বায়ুসেনার কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে?

রাহুল গান্ধী। ফাইল ছবি

শেষ আপডেট: 17 May 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক এক্সবার্তায় রায়বরেলির সাংসদ প্রশ্ন তোলেন, ভারতীয় বায়ুসেনার কটি বিমান অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে? সরকারকে কোণঠাসা করতে দেশের বিরোধী দলনেতা এও বলেন যে, অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানকে জানিয়ে অভিযান চালানো হয়েছে কেন? আমাদের কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই অভিযানে?

রাহুল বলেন, আমাদের অভিযানের আগে পাকিস্তানকে জানিয়ে দেওয়া একটি অপরাধ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রকাশ্যে বলেছেন, সরকার এই কাজ করেছে। রাহুলের প্রশ্ন, তাহলে কার নির্দেশে এটা হয়েছে? কে অনুমতি দিয়েছে পাকিস্তানকে জানিয়ে অভিযান চালানোর?

রাহুলের পোস্ট করা ভিডিওয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কী বলেছেন?

কংগ্রেস নেতার বক্তব্যের সঙ্গে পোস্ট করা ভিডিওয় জয়শঙ্করকে বলতে শোনা গিয়েছে, অভিযানের আগে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছিলাম। তাতে উল্লেখ ছিল যে, ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে অভিযান শুরু করছে। কোনও সামরিক ঘাঁটিতে আক্রমণ হবে না। সুতরাং, পাক সেনাবাহিনী যেন এতে নাক না গলায় এবং দূরে সরে থাকে। কিন্তু, ওরা আমাদের সদুপদেশ মেনে চলেনি, বলেছেন জয়শঙ্কর।

পিআইবি ফ্যাক্ট চেক কী বলছে?

রাহুল এমন সময় এই পোস্ট করেছেন যখন সরকার আগেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্টচেক বলছে, বিদেশমন্ত্রী এ ধরনের কোনও কথা বলেননি এবং প্রচার হওয়া ভিডিও বিভ্রান্তিকর। ট্যুইটারে পিআইবি জানায়, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া বিদেশমন্ত্রীর বক্তব্য মিথ্যা। অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানকে জানিয়ে অভিযান হওয়ার কোনও সত্যতা নেই। জয়শঙ্করের কথাকে ভুল বলে প্রচার করা হচ্ছে এবং তিনি এরকম কথা বলেননি।


ভিডিও স্টোরি