অপারেশন সিঁদুর নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী। ফাইল ছবি
শেষ আপডেট: 17 May 2025 19:05
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক এক্সবার্তায় রায়বরেলির সাংসদ প্রশ্ন তোলেন, ভারতীয় বায়ুসেনার কটি বিমান অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে? সরকারকে কোণঠাসা করতে দেশের বিরোধী দলনেতা এও বলেন যে, অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানকে জানিয়ে অভিযান চালানো হয়েছে কেন? আমাদের কতগুলি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই অভিযানে?
Informing Pakistan at the start of our attack was a crime.
EAM has publicly admitted that GOI did it.
1. Who authorised it?
2. How many aircraft did our airforce lose as a result? pic.twitter.com/KmawLLf4yW— Rahul Gandhi (@RahulGandhi) May 17, 2025
রাহুল বলেন, আমাদের অভিযানের আগে পাকিস্তানকে জানিয়ে দেওয়া একটি অপরাধ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রকাশ্যে বলেছেন, সরকার এই কাজ করেছে। রাহুলের প্রশ্ন, তাহলে কার নির্দেশে এটা হয়েছে? কে অনুমতি দিয়েছে পাকিস্তানকে জানিয়ে অভিযান চালানোর?
রাহুলের পোস্ট করা ভিডিওয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কী বলেছেন?
কংগ্রেস নেতার বক্তব্যের সঙ্গে পোস্ট করা ভিডিওয় জয়শঙ্করকে বলতে শোনা গিয়েছে, অভিযানের আগে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়েছিলাম। তাতে উল্লেখ ছিল যে, ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে অভিযান শুরু করছে। কোনও সামরিক ঘাঁটিতে আক্রমণ হবে না। সুতরাং, পাক সেনাবাহিনী যেন এতে নাক না গলায় এবং দূরে সরে থাকে। কিন্তু, ওরা আমাদের সদুপদেশ মেনে চলেনি, বলেছেন জয়শঙ্কর।
পিআইবি ফ্যাক্ট চেক কী বলছে?
রাহুল এমন সময় এই পোস্ট করেছেন যখন সরকার আগেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্টচেক বলছে, বিদেশমন্ত্রী এ ধরনের কোনও কথা বলেননি এবং প্রচার হওয়া ভিডিও বিভ্রান্তিকর। ট্যুইটারে পিআইবি জানায়, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া বিদেশমন্ত্রীর বক্তব্য মিথ্যা। অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানকে জানিয়ে অভিযান হওয়ার কোনও সত্যতা নেই। জয়শঙ্করের কথাকে ভুল বলে প্রচার করা হচ্ছে এবং তিনি এরকম কথা বলেননি।