শেষ আপডেট: 11th January 2025 08:01
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তি! সাভারকার মানহানি-কাণ্ডে জামিন পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
২০২৩ সালে লন্ডনে গিয়ে সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল রাহুলের বিরুদ্ধে। রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন সাভারকারের নাতি সত্যকি সাভারকার। শুক্রবার ওই মামলাতেই ২৫ হাজার টাকার বন্ডের ভিত্তিতে রাহুলের জামিন মঞ্জুর করেছে আদালত।
তবে এ ব্যাপারে রাহুলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সূত্রের খবর, রাহুল এই মুহূর্তে বিদেশে রয়েছেন। আদালতে রাহুলের প্রতিনিধি হিসাবে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা মোহন যোশী। ভিডিয়ো কনফারেন্স মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছিলেন রাহুলও।
তবে রাহুলের বিরুদ্ধে থাকা আর একটি মানহানির মামলার শুনানি এদিন হয়নি। ২০১৮ সালে কর্নাটক নির্বাচনের সময় একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে। এ নিয়েই মানহানির মামলা দায়ের করছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। আগামী ২২ জানুয়ারি ওই মামলার শুনানি হবে।