আমেরিকায় রাহুল গান্ধী।
শেষ আপডেট: 10th September 2024 08:37
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাগাতার আক্রমণ করে তুলেছেন রাহুল গান্ধী বিরোধী দলনেতা ভারতীয় সময় সোমবার গভীর রাতে ওয়াশিংটনে বলেছেন নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চি বুকের ছাতি এখন ইতিহাস।
একদিন আগে নিউইয়র্কে রাহুল বলেছিলেন মোদীকে এখন দেশবাসী আর আগের মতো ভয় পায় না কারণ চার জুন মোদীর জন্য সব ওলটপালট হয়ে গিয়েছে। ওইদিন লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়। ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে দাবি করা বিজেপি ২৪০-এ এসে থমকে যায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চলতি মাসের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। প্রধানমন্ত্রী সেখানে ভাষণ দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে নিউইয়র্কেই প্রবাসী ভারতীয়দের একটি বড় সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সম্পর্কে রাহুল যা বলছেন তা তাঁর বিগত সফরের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত।
টেক্সাসে এক অনুষ্ঠানে ভারতের বিরোধী দলনেতা বলেন, লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদী এবং আরএসএস সম্পর্কে ভারতবাসীর ভয় অনেকটাই কেটে গিয়েছে। রাহুল দাবি করেন, আমরা দেশে এই পরিস্থিতি তৈরি করেছি।
ওয়াশিংটনে রাহুল আরএসএসকেও এক হাত নিয়েছেন। তার বক্তব্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বিভিন্ন ভাষাভাষীর মধ্যে বিভেদ ছড়াতে চাইছে দাবি করে বাংলা, মারাঠি, তামিল প্রভৃতি ভাষা যথেষ্ট উন্নত নয়।
রাহুল এর আগে ২০২২-এ আমেরিকা ও ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। সেই সফরে তাঁর বক্তব্য নিয়ে দেশের রাজনীতির ঝড় উঠেছিল। বিজেপি অভিযোগ করে, রাহুল বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করছেন। বলে বেড়াচ্ছেন ভারতে গণতন্ত্র নেই। যদিও দুই দেশেই রাহুল দেশে গণতন্ত্র নিয়ে সরব হয়ে যোগ করেছিলেন ভারতীয়রাই পরিস্থিতি পুনরুদ্ধারে সক্ষম। আমরা বিদেশের সহযোগিতা চাইছি না।
সেই দুই সফরে রাহুল মোদী সরকারের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেন। বলেন, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশবাসী ভয়ে মুখ খুলতে পারছেন না। নরেন্দ্র মোদী দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকারি সংস্থায় পরিণত করেছেন। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন, কোনওটাই স্বাধীন নয়।
এবারও বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা জবাব দিতে শুরু করেছে বিজেপি। বিহারের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন রাহুল ফের বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের নিন্দা করছেন এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
রাহুল বিজেপি, মোদীর পাশাপাশি আরএসএস সম্পর্কেও একই কথা বলেন। রাহুল বলেন, বিজেপি ও তার দোসরেরা এখন চুপ করে গেছে। রাহুল বলেন, ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর এই পরিবর্তন সম্ভব হয়েছে। প্রসঙ্গত, ৪০০ আসনে জয়লাভ করার সংকল্প ঘোষণা করলেও বিজেপি এবার ২৪০ আসন পেয়েছে। অন্যদিকে, কংগ্রেস আসন সংখ্যা প্রায় দ্বিগুন বাড়িয়ে নেওয়ার পাশাপাশি ইন্ডিয়া জোটকে শক্তিশালী করেছে। ফলে এনডিএ-র শরিকদের সমর্থনে মোদীকে সরকার চালাতে হচ্ছে। শরিকদের আপত্তিতে ইতিমধ্যে একাধিক বিষয়ে মোদী পিছু হটেছেন।
সরকারিভাবে রাহুলের এই সফল সম্পূর্ণ ব্যক্তিগত বলে ওভারসিজ কংগ্রেসের সভাপতি সাম পিত্রোদা জানিয়েছেন। রাহুলকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছে কয়েকটি সংগঠন। তিনি সেখানে ভারতের বিরোধী দলনেতা কিংবা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হিসেবে যাননি।