শেষ আপডেট: 9th March 2025 10:22
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের অন্দরে কি চলছে বিশ্বাসঘাতকতার খেলা? তারমানে কি দলেই লুকিয়ে আছে 'বিভীষণ'? এ বিষয়ে এবার দলের নেতাদের একহাত নিলেন রাহুল গান্ধী। স্পষ্ট জানিয়ে দিলেন, কংগ্রেসে থাকতে হলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তাঁর দাবি, অনেক নেতা কংগ্রেসে থেকেও গোপনে বিজেপির হয়ে কাজ করছেন।
শনিবার গুজরাটে কংগ্রেসের কর্মীসভায় উপস্থিত হয়ে কংগ্রেস সাংসদ ও প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দলের শুদ্ধিকরণের জন্য প্রয়োজনে ৪০ জন নেতাকেও বহিষ্কার করতে প্রস্তুত বলে জানান তিনি। বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেসের খারাপ ফলাফলের জন্য দলের অন্দরের বিভাজনকেই দায়ী করেন রাহুল।
রাহুল গান্ধী বলেন, “গুজরাট কংগ্রেসে দুই ধরনের নেতা রয়েছেন—একদল সত্যিকারের জনগণের পাশে থাকেন, আরেকদল সাধারণ মানুষের থেকে দূরত্ব বজায় রাখেন। গুজরাটের মানুষের কাছে পৌঁছতে হলে এই দুই দলকে আলাদা করতে হবে। প্রয়োজনে ১০, ১৫, ২০ বা ৫০ জনকে তাড়িয়ে উদাহরণ তৈরি করতে হলেও আমরা পিছু হটব না।”
বিজেপির সঙ্গে গোপন যোগ রাখা নেতাদের উদ্দেশে রাহুলের স্পষ্ট বার্তা, “কংগ্রেসে থেকে যারা বিজেপির হয়ে কাজ করছেন, তারা নিজেরাই বেরিয়ে যান। আমরা দেখব, বিজেপিতে আপনাদের জন্য কোনও জায়গা নেই। ওরা সুযোগ পেলেই আপনাদের ছুড়ে ফেলে দেবে।” দলের নেতাকর্মীদের উদ্দীপিত করে রাহুল বলেন, “শুধু ভোটে লড়লেই হবে না। মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। যতক্ষণ না দায়িত্ব ঠিকমতো পালন করা হচ্ছে, ততক্ষণ গুজরাটের মানুষ কংগ্রেসকে সমর্থন করবে না।”
এদিকে, রাহুল গান্ধীর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপি পাল্টা কটাক্ষ করেছে। বিজেপি নেতাদের দাবি, “গুজরাটে রাহুল গান্ধী নিজের দলকেই ট্রোল করছেন। উনিই বিজেপির সবচেয়ে বড় সম্পদ।”