শেষ আপডেট: 4th July 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র কয়েকদিন। আগামী ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে হবে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। তিনদিন ধরে চলবে এই বিয়ের অনুষ্ঠান। তার আগে মুম্বইয়ের অ্যান্টালিয়ায় আম্বানিদের বাসভবনে আয়োজন করা হয়েছিল 'মামেরু' অনুষ্ঠানের। সেখানে রাধিকা মার্চেন্টকে দেখা গেল স্টাইলিস এক লেহেঙ্গায়।
স্বনামধন্য ডিজাইনার মণীশ মলহোত্রার তৈরি করা বাঁধনি লেহেঙ্গা পরেছিলেন রাধিকা। কাজের মধ্যে দিয়ে মা দুর্গাকে শ্রদ্ধা জানানো হয়েছে। লেহেঙ্গার দুর্গার ৯টি অবতারের পাশাপাশি বেশকিছু শ্লোক লেখা রয়েছে। পাশাপাশি তাতে সোনার কাজ করা আছে।
অন্যদিকে রাধিকার ঘাঘরা বানাতে ব্যবহার করা হয়েছে ৩৫ মিটার লম্বা বন্ধেজ। অনন্তের হবু বউয়ের গয়নাতেও ছিল চমক। প্রি-ওয়েডিংয়ের এই অনুষ্ঠানের জন্য তিনি পরেছিলেন তাঁর মায়ের গয়না। এই মামেরু অনুষ্ঠানে বরের মামা-শ্বশুরবাড়ি থেকে নববধূকে শাড়ি, গয়না এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস উপহার হিসেবে দেওয়া হয়।
তিনদিন ধরে যে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে 'শুভ বিবাহ', 'শুভ আশির্বাদ' এবং 'মঙ্গল উৎসব' এই তিনটি প্রোগ্রাম হবে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রি-ওয়েডিং সেলিব্রশনে খরচ হয়েছিল প্রায় ১২০০-১৫০০ কোটি টাকা। দ্বিতীয়টিতে কত খরচ হয়েছে সেই রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। তবে আগের থেকে যে বেশি হবেই তাতে কেউ সন্দেহ করছেন না। কারণ দ্বিতীয় প্রি-ওয়েডিং পার্টির আয়োজন করা হয়েছিল ইতালিতে। এটি ছিল ক্রুজ পার্টি।
সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে ভোলেবাবাকে বিয়ের কার্ড দিয়ে আমন্ত্রণ জানিয়েও এসেছেন নীতা আম্বানি। মন্দির থেকে ফেরার পথে চাটের দোকান দেখে সেখানে দাঁড়িয়ে পড়েন মুকেশ-গিন্নি। তাঁর খুবই প্রিয় টম্যাটো চাট খান। চাট খেয়ে তাঁর এতটাই মন মজেছে যে, ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের দিন মুম্বইয়ে অতিথি আপ্যায়ণে চাটের সম্ভার সাজানোর প্রস্তাবও দিয়ে দেন তিনি।