মমতা বন্দ্যোপাধ্যায়-রাহুল গান্ধী
শেষ আপডেট: 14th August 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় বেহালায় দলের এক সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কংগ্রেসকে প্রশ্ন করতে চাই, আপনাদের দল শাসিত রাজ্যে অনেক ঘটনা ঘটে। আপনারা কী ব্যবস্থা নিয়ে থাকেন?' মুখ্যমন্ত্রী কার্যত বলতে চেয়েছেন, ধর্ষণ-খুনের মতো ঘটনায় কংগ্রেস শাসিত রাজ্যে কঠোর পদক্ষেপ করা হয় না। মুখ্যমন্ত্রী বুধবারের ওই সভায় কংগ্রেসের পাশাপাশি সিপিএম, বিজেপির বিরুদ্ধে আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি করার অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রীর বুধবার কংগ্রেস শাসিত রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলার কারণ, ডাক্তার-ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় দুপুরে মুখ খোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেসের নেতা রাহুল যেভাবে এই ঘটনায় পদক্ষেপ হয়েছে তার তীব্র সমালোচনা করেন। তিনি রাজ্যের শিক্ষা ও হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। মঙ্গলবার মুখ খুলেছেন প্রিয়ঙ্কা গান্ধীও।
বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর বুধবার এক সপ্তাহের মাথায় মুখ খুললেন রাহুল। তিনি এক এক্সবার্তায় এরকম একটি নৃশংস ঘটনাকে যেভাবে দেখা হয়েছে তার কড়া সমালোচনা করেন। রাজ্যের চিকিৎসা কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুল লিখেছেন, কলকাতায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের বিভৎস ঘটনায় পুরো দেশ থমকে গিয়েছে। ওঁর সঙ্গে ঘটা নৃশংস ও অভাবনীয় ঘটনার যে বর্ণনা পরতে পরতে আমাদের সামনে আসছে, যাতে ডাক্তার সমাজ ও মহিলাদের মধ্যে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।
নির্যাতিতার প্রতি সুবিচার করার জায়গায় অভিযুক্তকে বাঁচানোর চেষ্টার অভিযোগ করে হাসপাতাল ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা রাহুল। এই ঘটনা ভাবিয়ে তুলতে বাধ্য করছে যে, যেখানে মেডিক্যাল কলেজের মতো জায়গায় ডাক্তাররা নিরাপদ নন, সেখানে কোন ভরসায় অভিভাবকরা নিজেদের মেয়েকে লেখাপড়া শেখাতে বাইরে পাঠাবেন? নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন তৈরি হয়েছিল। তারপরেও এই ধরনের ঘটনা ঠেকাতে কেন ব্যর্থ আমরা, প্রশ্ন তোলেন তিনি।
রাহুল আরও লিখেছেন, হাথরস থেকে উন্নাও কিংবা কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে লাগাতারভাবে নির্যাতনের ঘটনা বাড়ছে। এই নির্যাতন রুখতে সর্বদলমত নির্বিশেষে গভীর আলোচনা করে উপায় বের করার উপর জোর দেন তিনি। এই অসহনীয় কষ্টে নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি আমি, একথা জানিয়ে রাহুল বলেন, যেভাবেই ওঁর প্রতি সুবিচার হোক। দোষীদের এমন শাস্তি হোক যাতে সমাজে এক নজির সৃষ্টি হয়ে থাকে।