Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজার
Quran Allowed Polygamy

ইসলামে বহুবিবাহের অনুমতির শর্ত রয়েছে, কিন্তু মুসলিম পুরুষরা তার অপব্যবহার করছে: হাইকোর্ট

ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে কিছু নির্দিষ্ট কারণে এবং নির্দিষ্ট শর্তে।

ইসলামে বহুবিবাহের অনুমতির শর্ত রয়েছে, কিন্তু মুসলিম পুরুষরা তার অপব্যবহার করছে: হাইকোর্ট

'স্বার্থান্বেষী উদ্দেশ্য' নিয়ে মুসলিম পুরুষরা অপব্যবহার করে চলেছে।

শেষ আপডেট: 15 May 2025 08:52

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে কিছু নির্দিষ্ট কারণে এবং নির্দিষ্ট শর্তে। কিন্তু, একাধিক বিয়ের সেই অনুমতিকে 'ব্যাপকহারে অবব্যবহার' করা হয়েছে মুসলিম আইনেরই বিপরীতে গিয়ে। একটি মামলার শুনানিতে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ এরকমই। আদালতের কথায়, কোরানে বহুবিবাহের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

এলাহাবাদের উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ইসলামি আমলে যুদ্ধে ব্যাপকহারে মৃত্যুতে যোদ্ধাদের বিধবা পত্নী ও অনাথ কন্যাসন্তানদের সামাজিক স্বীকৃতি ও সুরক্ষার জন্য কোরানে বহুবিবাহের অনুমতি ছিল। কিন্তু এখন সেই সুযোগকে 'স্বার্থান্বেষী উদ্দেশ্য' নিয়ে মুসলিম পুরুষরা অপব্যবহার করে চলেছে।

বিচারপতি অরুণকুমার সিং দেশোয়ালের বেঞ্চ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কথাও এক্ষেত্রে উল্লেখ করা হয়। মুসলিম পুরুষের বহুবিবাহের অনুমতি তখনই রয়েছে, যদি তিনি সকলের সঙ্গে সমান ব্যবহার করেন। সকলকে সমচোখে দেখেন তবেই। ফুরকান নামে মোরাদাবাদের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি চলছিল আদালতে।

২০২০ সালে এক মহিলা আদালতে অভিযোগ জানান যে, ফুরকান তাঁর প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। ফুরকান তাঁকে ধর্ষণ করেন বলেও ওই মহিলা অভিযোগ তুলেছেন। এ নিয়ে পুলিশ ফুরকার ও আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর জবাবে ফুরকানের আইনজীবী আদালতে বলেন, মুসলিম আইনে কোনও ব্যক্তি চার-পাঁচটি বিয়ে করতে পারে। 


ভিডিও স্টোরি