শেষ আপডেট: 13th September 2024 15:10
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের 'ডাঙ্কি' সিনেমার কথা মনে আছে? যেখানে অবৈধ পথ ধরে ধরে বিনা পাসপোর্টে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে পৌঁছে যেতে চেয়েছিলেন কয়েকজন বন্ধু। বলিউড 'বাদশা'র ওই ছবির কথাই মনে করাল পাঞ্জাবি গায়কের কীর্তি। তিনিও ‘ডাঙ্কি ট্রাভেল’ করে জাল ভিসা সাজিয়ে এক যাত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে চেয়েছিলেন।
ফতেহজিৎ সিং নামে ওই গায়ক, একটি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। যারা কম দামে জটিল রুট ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রতিশ্রুতি দেয়। ৪২ বছরের এই গায়ক ওই যাত্রীকের জাল ভিসা করিয়ে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করেন। বুধবার ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গনানি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ফতেহজিৎ জানিয়েছেন ১২ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এখন পেশায় তিনি একজন গায়ক। গোটা বিশ্বেই একাধিক শোতে অংশ নিয়েছেন।
জেরায় গায়ক আরও বলেন, ওই যাত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে দিতে সুলতান সিং নামে এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। সুলতান তাঁর সফরের ব্যবস্থা করে ৫০ লক্ষ টাকার পরিবর্তে সমস্ত ডকুমেন্টেশন করে ফেলবেন বলেও কথা দেন ।
সফরের আগে ওই যাত্রী সুলতান সিংকে আগাম ১০ লক্ষ টাকা দেন। কমিশন বাবদ সুলতান আবার ৪ লক্ষ টাকা দিয়েছিলেন গায়ককে। ওই যাত্রী তাঁর গন্তব্যে পৌঁছানোর পরে বাকি টাকা দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে পাঁচবার মার্কিন মুলুকে যাত্রীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাঁরা। কিন্তু এবার আর পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
ওই যাত্রীকে কাজাখাস্তান হয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে কাজাখাস্তান কর্তৃপক্ষ হাতেনাতে ধরা পড়েন। তাঁকে জেরা করেই ফতেহজিৎ অবধি পৌঁছান তদন্তকারীরা। এরপর নাম আসে সুলতানের।
যাঁরা এই ডাঙ্কি রুট ধরে শেষ পর্যন্ত তাঁদের স্বপ্নপূরণ করতে পেরেছেন, তাঁরা বলেছেন ঝুঁকি কোনও এক জায়গায় নয়। ঝুঁকি পদে পদে! ডাঙ্কি রুটের প্রথম সিঁড়িই হল ভারত থেকে বিদেশ যেতে ইচ্ছুকদের লাতিন আমেরিকার কোনও একটি অখ্যাত দেশে পৌঁছে দেওয়া।
তবে বিদেশ যেতে চাওয়া এই ভারতীয় শরণার্থীরা কোন পথে কোন দেশে পৌঁছবেন, তা তাঁদের ইচ্ছের উপর নির্ভর করে না। পুরোটাই ঠিক করেন এঁদের ডাঙ্কি রুটে বিদেশে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া এজেন্টরা।