পুণের একটি ঘটনায় শোরগোল পড়েছিল। এক তরুণী অভিযোগ করেছিলেন, ডেলিভারি বয় সেজে এক যুবক তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেছে!
ফাইল ছবি
শেষ আপডেট: 5 July 2025 06:07
দ্য ওয়াল ব্যুরো: পুণের একটি ঘটনায় (Pune Incident) শোরগোল পড়েছিল। এক তরুণী অভিযোগ করেছিলেন, ডেলিভারি বয় সেজে (Delivery Boy) এক যুবক তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেছে! শুধু তাই নয়, মুখে রাসায়নিক স্প্রে (Chemical Spray) মেরে তাঁকে অজ্ঞান করে সেলফিও তুলে গেছে; যে ছবিতে লেখা ছিল 'আমি আবার আসব'। পুলিশি তদন্তে এখন উঠে এল, এই অভিযোগ সর্বৈব মিথ্যে হতে পারে! কারণ, তথ্য মিলেছে যে, অভিযুক্ত তরুণীর পরিচিত ছিল।
তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু পরে অভিযোগকারিণীর বয়ানে নানারকম অসঙ্গতি হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নাকি পুলিশকে জানিয়েছেন, রাগের বশে বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করেছেন! এদিকে, পুণের পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্ত যুবক তরুণীর পরিচিত ছিলেন। অন্তত ১ বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন। আর তরুণীর বাড়িতে জোর করে ঢোকার কোনও চিহ্ন মেলেনি। এমনকী, কোনও রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয়েছে এমনও প্রমাণ মেলেনি।
পুলিশকে আবার অভিযুক্ত যুবক জানিয়েছেন, যে সেলফি (Selfie) নিয়ে হইচই সেটি তিনি তুলেছিলেন ঠিকই কিন্তু তা তরুণীর সজ্ঞানেই তোলা হয়েছিল। এরপর তিনি যা বলেছেন তা আরও বিস্ফোরক। অভিযুক্তের দাবি, ওটা সাধারণ একটা সেলফি ছিল। তাতে এডিট করে 'আমি আবার আসব' লেখাটা বসানো হয়েছে এবং সেটা করেছেন তরুণী নিজেই। সুতরাং, তাঁর স্পষ্ট দাবি, আদতে কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি।
পুলিশ অবশ্য বলছে, ধর্ষণ হয়েছে কী হয়নি সে বিষয়টি এখনও তদন্তাধীন। তবে তরুণীর বয়ানের সঙ্গে ঘটনার অনেককিছুর মিল না পাওয়ায় বেশি সন্দেহ তৈরি হচ্ছে। জানা গেছে, তরুণীর মানসিক স্থিতিও এখনও খুব একটা ভাল নয়। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। যে আবাসনে তিনি থাকতেন সেখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছে তদন্তকারীরা। যদি ধর্ষণ না হয়ে থাকে তাহলে তরুণী এমন অভিযোগ কেন করলেন, তাও বোঝার চেষ্টা করছে পুলিশ।